নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯

( ২০০৯ সনের ৫ নং আইন )


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
      যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা আবশ্যক;
 
 
 
 
      সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। নির্বাচন কমিশন সচিবালয়

৪। নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব

৫। নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়ন্ত্রণ

৬। নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যপদ্ধতি

৭। নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা

৮। সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়

৯। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১০। রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচন কমিশনকে অন্যান্য প্রয়োজনীয় কর্মচারী প্রদান

১১। কর্মকর্তা ও কর্মচারীগণের চাকুরীর সাধারণ শর্তাবলী

১২। বেতন, ইত্যাদি সম্পর্কে বিধান

১৩। শৃংখলামূলক ব্যবস্থা

১৪। সচিবের প্রশাসনিক দায়িত্ব

১৫। নির্বাচন কমিশন সচিবালয়ের সহিত যোগাযোগ

১৬। অর্থ ব্যয়

১৭। নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামো

১৮। অবগতিমূলক কর্মসূচী

১৯। বিধি প্রণয়নের ক্ষমতা

২০। রহিতকরণ ও হেফাজত