ভোটার তালিকা আইন, ২০০৯

( ২০০৯ সনের ৬ নং আইন )


ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত প্রচলিত আইনের সংশোধন ও আধুনিকীকরণকল্পে প্রণীত আইন
                 যেহেতু ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত প্রচলিত আইনের সংশোধন ও আধুনিকীকরণ সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
                 সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। আইনের প্রাধান্য

৩।সংজ্ঞা

৪। কমিশনকে সহায়তা প্রদান

৫। ভোটার তালিকা প্রণয়ন

৬। রেজিষ্ট্রেশন অফিসার, ইত্যাদি নিয়োগ

৭। ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ

৮। অধিবাসী অর্থ

৯। তালিকাভুক্তির উপর বাধা নিষেধ

১০। ভোটার তালিকা সংশোধন

১১। ভোটার তালিকা হালনাগাদকরণ

১২। বিভিন্ন সংস্থা কর্তৃক সংগৃহীত তথ্য ব্যবহারের সুযোগ

১৩। ভোটার তালিকা হইতে নাম কর্তন

১৪। ভোটার তালিকার বৈধতা, ইত্যাদি

১৫। কমিশনের ভোটার তালিকায় কোন নাম অন্তর্ভুক্তকরণ বা উহা বিলোপন, ইত্যাদি ক্ষমতা

১৬। বিধি প্রণয়নের ক্ষমতা

১৭। আদালতের এখতিয়ার

১৮। মিথ্যা ঘোষণা দেওয়া

১৯। প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধ

২০। ভোটার তালিকা প্রণয়ন, ইত্যাদি সম্পর্কে দায়িত্বে অবহেলা

২১। কমিশনের বিশেষ ক্ষমতা

২২। Ordinance No. LXI of 1982, এর রহিতকরণ ও হেফাজত

২৩। রহিতকরণ ও হেফাজত