তৃতীয় অধ্যায়
Income Tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর সংশোধন
৫৩৷ Ordinance No. XXXVI of 1984 এর section 184A এর সংশোধন৷
৫৩৷ উক্ত Ordinance এর section 184A এর-
(ক) clause (h) এর "comercial bank" শব্দগুলির পরিবর্তে "comercial bank or a leasing company" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) clause (m) এর শেষ প্রান্তস্থিত ফুলষ্টপের পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন clause (n) সংযোজিত হইবে, যথাঃ-
"(n) applying for or renewal of membership of any trade body"৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs