প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ (২০০৭-২০০৮ অর্থ বৎসর) আইন, ২০০৯

( ২০০৯ সনের ৯ নং আইন )

চতুর্থ অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধিকতর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ১৫ এর সংশোধন৷
৬১৷মূল্য সংয৬১৷মূল্য সংযোজন কর আইনের ধারা ১৫ এর উপ-ধারা (৪) এরপর নিম্নরূপ নুতন উপ-ধারা (৫) সন্নিবেশিত হইবে, যথাঃ-
 
"(৫) উপ-ধারা (১), (২), (৩) ও (৪) এ যাহা কিছুই থাকুক না কেন মুল্য সংযোজন কর ও আয়করের জন্য প্রত্যেক নিবন্ধিত ব্যক্তিকে একটি সমন্বিত (Unified) নিবন্ধন সংখ্যা প্রদান করা যাইবে৷ তবে শর্ত থাকে যে, বোর্ড, গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই সমন্বিত নিবন্ধন সংখ্যা প্রদানের সময় ও পদ্ধতি নিধির্রণ করিতে পারিবে৷"

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs