প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ (২০০৭-২০০৮ অর্থ বৎসর) আইন, ২০০৯

( ২০০৯ সনের ৯ নং আইন )

চতুর্থ অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধিকতর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনে ধারা ৪০ এর সংশোধন৷
৬৫৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪০ প্রতিস্থাপিত হইবে, যথাঃ
 
 
 
 
'৪০৷ ন্যায় নির্ণয়নের ক্ষমতা৷- এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধির অধীনে বাজেয়াপ্তকরণ এবং অর্থদন্ড আরোপকরণ সংক্রান্ত মামলাসমূহের ন্যায় নির্ণয়ন করা হইবে, -
 
 
 
 
(ক) আমদানি ও রপ্তানির ক্ষেত্রে Customs Act, 1969 এর section 179 এর বিধান অনুযায়ী; এবং
 
 
 
 
(খ) পণ্য সরবরাহ বা সেবা প্রদানের ক্ষেত্রে, মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ কর্তৃক নিম্নবর্ণিত টেবিল অনুযায়ী-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
টেবিল

ন্যায়-নির্ণয়নের ধরণ

 

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা

ক্ষমতা

 

(অ) পণ্য বা সেবা বাজেয়াপ্তকরণ এবং কর ফাঁকি সংশ্লিষ্ট অর্থদন্ড আরোপ

 

 

কমিশনার

 

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য ১৫ (পনের) লক্ষ টাকার অধিক হইলে;

অতিরিক্ত কমিশনার

 

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১৫ (পনের) লক্ষ টাকা হইলে;

যুগ্ম কমিশনার

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১০ (দশ) লক্ষ টাকা হইলে;

 

উপ-কমিশনার

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা হইলে;

 

সহকারী কমিশনার

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৩ (তিন) লক্ষ টাকা হইলে;

 

সুপারিনটেনডেন্ট

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১ (এক) লক্ষ টাকা হইলে;

(আ) দফা (অ) ব্যতীত অন্যান্য অর্থদন্ড আরোপ

বিভাগীয় কর্মকর্তা,

 

পূর্ণ ক্ষমতা

 

 

[ব্যাখ্যা৷- এই টেবিলে বর্ণিত ''পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য'' নির্ধারণের ক্ষেত্রে, আটককৃত পণ্য বা সেবা বহনকারী যানবাহনের মূল্য অন্তর্ভুক্ত হইবে না৷]"৷

 


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs