প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ (২০০৭-২০০৮ অর্থ বৎসর) আইন, ২০০৯

( ২০০৯ সনের ৯ নং আইন )

চতুর্থ অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধিকতর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনের দ্বিতীয় তফসিলের সংশোধন৷
৬৮৷ মূল্য সংযোজন কর আইনের দ্বিতীয় তফসিল এর -
 
 
 
 
(ক) ক্রমিক নং ২ এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
 
 
 
 
'(খ) শিক্ষামূলক ও প্রশিক্ষণদানকারী প্রতিষ্ঠান (ইংলিশ মিডিয়াম স্কুল, বেসরকারী মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় ব্যতীত);'
 
 
 
 
(খ) ক্রমিক নং ২ এর দফা (গ) বিলুপ্ত হইবে; এবং
 
 
 
 
(গ) ক্রমিক নং ৬ এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
 
 
 
 
'(ক) সাংবাদিক, অভিনেতা, গায়ক, বেতার ও টেলিভিশন পারফরমার, লেখক, পেশাদার ক্রীড়াবিদ, নৃত্য শিল্পী, অনুবাদক, জ্যোতির্বিদ, টাইপিস্ট, নিকাহ রেজিষ্ট্রার, ঘটকালী প্রতিষ্ঠান, প্লাম্বার, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রিক্যাল মিস্ত্রী (কনসালট্যান্সী ফার্ম ও সুপারভাইজারী ফার্ম, জরিপ সংস্থা ও ইমিগ্রেশন উপদেষ্টা ব্যতীত);'৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs