ট্রেডমার্ক সংক্রান্ত আইন রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন ও সংহত করিবার উদ্দেশ্যে প্রনীত আইন ।
যেহেতু ট্রেডমার্ক সংক্রান্ত আইন রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন ও সংহত করা সমীচীন ও প্রযোজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
সূচি
ধারাসমূহ
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৩। [মহাপরিচালক], ট্রেডমার্কস রেজিস্ট্রি, ইত্যাদি
দ্বিতীয় অধ্যায়
নিবন্ধক, পেটেণ্ট, ডিজাইন ও ট্রেডমার্কস রেজিস্ট্রি এবং নিবন্ধনের শর্ত
৫। নির্দিষ্ট শ্রেণীভুক্ত পণ্য বা সেবার নিবন্ধন
৬। নিবন্ধন বহিতে নিবন্ধনভুক্তির পূর্বশর্ত
৭। রং ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা
৮। নিবন্ধনের বিষয়ে কতিপয় নিষেধাজ্ঞা
৯। রাসায়নিক উপাদানের নাম ব্যবহারের নিষেধাজ্ঞা
১০। সাদৃশ্যপূর্ণ বা প্রতারণামূলকভাবে সাদৃশ্যপূর্ণ ট্রেডমার্ক নিবন্ধনে বাধা-নিষেধ
১১। জীবিত বা মৃত ব্যক্তির নাম ব্যবহার
১২। ট্রেডমার্কের অংশ এবং পরম্পরাক্রমে বিন্যস্ত (series) আকারে কোন ট্রেডমার্ক নিবন্ধন
১৩। সহযোগী ট্রেডমার্ক হিসাবে নিবন্ধন
১৪। দাবি পরিত্যাগ সাপেক্ষে ট্রেডমার্ক নিবন্ধন
তৃতীয় অধ্যায়
নিবন্ধনের পদ্ধতি ও মেয়াদ
১৭। আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি (Advertisement) জারী
২১। যৌথ স্বত্বাধীন ট্রেডমার্ক
২২। নিবন্ধনের মেয়াদ, নবায়ন ও পুনর্বহাল
২৩। নবায়ন ফি পরিশোধে ব্যর্থতার কারণে নিবন্ধন বহি হইতে কর্তনের ফলাফল
চতুর্থ অধ্যায়
নিবন্ধনের ফলাফল
২৪। অনিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘনের জন্য কোন ব্যবস্থা (action) গ্রহণ করা যাইবে না
২৫। নিবন্ধনের ফলে অর্জিত অধিকার
২৭। ট্রেডমার্ক লঙ্ঘিত হয় না এইরূপ কর্মকাণ্ড
২৮। নিবন্ধন বৈধতার প্রাথমিক প্রমাণ
২৯। নির্দিষ্ট সময়ের পর নিবন্ধন বৈধ হিসাবে চূড়ান্ত হওয়া
৩১। পণ্য বা সেবার নাম, ঠিকানা বা বর্ণনা ব্যবহারের হেফাজত
৩২। পণ্যদ্রব্য (article), উপাদান (substance) বা সেবার নাম বা বর্ণনা ব্যবহারের হেফাজত
পঞ্চম অধ্যায়
স্বত্বনিয়োগ(assignment) ও হস্তান্তর (transmission)
৩৩। নিবন্ধিত স্বত্বাধিকারী কর্তৃক স্বত্বনিয়োগের ক্ষমতা
৩৪। নিবন্ধিত ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর
৩৫। অনিবন্ধিত ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর
৩৬। স্বত্বনিয়োগ ও হস্তান্তরের মাধ্যমে একাধিক ব্যক্তির ক্ষেত্রে নিরঙ্কুশ অধিকার সৃষ্টিতে বিধি-নিষেধ
৩৮। ব্যবসায়ের সুনাম ব্যতীত স্বত্ব নিয়োগের শর্তাবলী
৩৯। সার্টিফিকেশন ট্রেডমার্ক এবং সহযোগী ট্রেডমার্কের স্বত্বনিয়োগ শর্তাবলী
৪০। স্বত্বনিয়োগ ও হস্তান্তর নিবন্ধন
ষষ্ঠ অধ্যায়
ট্রেডমার্ক ব্যবহার এবং নিবন্ধিত ব্যবহারকারী
৪১। গঠনাধীন কোম্পানী কর্তৃক প্রস্তাবিত ট্রেডমার্ক ব্যবহার
৪২। ট্রেডমার্ক ব্যবহার না করিবার কারণে নিবন্ধন বহি হইতে কর্তন এবং সীমাবদ্ধতা আরোপ
৪৩। সুপরিচিত ট্রেডমার্ককে প্রতিরক্ষামূলক ট্রেডমার্ক হিসাবে নিবন্ধন
৪৫। নিবন্ধিত ব্যবহারকারী হিসাবে নিবন্ধনের জন্য আবেদন, ইত্যাদি
৪৬। ট্রেডমার্ক লঙ্ঘনের বিরুদ্ধে মামলা দায়ের করিবার ক্ষেত্রে নিবন্ধিত ব্যবহারকারীর ক্ষমতা
৪৭। নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধন পরিবর্তন বা বাতিলকরণে নিবন্ধকের ক্ষমতা
৪৮। নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক ট্রেডমার্কের স্বত্বনিয়োগ বা হস্তান্তর
৫০। রপ্তানি বাণিজ্যে সম্পর্ক পরিবর্তন হওয়ার ক্ষেত্রে ট্রেডমার্কের ব্যবহার
সপ্তম অধ্যায়
নিবন্ধন বহি সংশোধন, ইত্যাদি
৫১। নিবন্ধন বাতিল, পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা
৫৩। নিবন্ধিত ট্রেডমার্কের পরিবর্তন
৫৪। নিবন্ধন বহির এন্ট্রির সংশোধিত ও প্রতিস্থাপিত পণ্য বা সেবার শ্রেণীতে অভিযোজন
অষ্টম অধ্যায়
সার্টিফিকেশন ট্রেডমার্ক
৫৫। সার্টিফিকেশন ট্রেডমার্কের ক্ষেত্রে এই আইনের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা
৫৬। সার্টিফিকেশন ট্রেডমার্ক নিবন্ধন
৫৭। কোন মার্ক সার্টিফিকেশন ট্রেডমার্ক হিসাবে বিবেচিত হইবে কিনা উহা নিরূপণ
৫৮। সার্টিফিকেশন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন
৫৯। সরকার কর্তৃক নিবন্ধনের আবেদন বিবেচনা
৬০। সার্টিফিকেশন ট্রেডমার্ক নিবন্ধনের বিরোধিতা
৬১।সার্টিফিকেশন ট্রেডমার্কের ব্যবহার সম্পর্কিত প্রবিধান জমাকরণ
৬২। সার্টিফিকেশন ট্রেডমার্কের নিবন্ধন দ্বারা অর্পিত অধিকার
৬৩। সার্টিফিকেশন ট্রেডমার্ক লঙ্ঘন
৬৪। যে সকল ক্ষেত্রে সার্টিফিকেশন ট্রেডমার্ক লঙ্ঘিত হইবে না
নবম অধ্যায়
বস্ত্র পণ্য সংক্রান্ত বিশেষ বিধান
৬৭। বস্ত্রপণ্যের নিবন্ধনে বাধা-নিষেধ
৬৮। টুকরা পণ্য, তুলার আঁশ বা সুতায় লম্বালম্বি ছাপ দেওয়া
৭০। নমুনা দ্বারা বস্ত্র পণ্যের বৈশিষ্ট্য নিরূপণ
দশম অধ্যায়
অপরাধ ও দণ্ড
৭১। ট্রেডমার্ক এবং ট্রেড বর্ণনা ব্যবহারের (apply) অর্থ
৭২। ট্রেডমার্ক মিথ্যা প্রতিপন্ন এবং মিথ্যা ব্যবহার (falsifying and falsely applying Trademarks)
৭৩। মিথ্যা ট্রেডমার্ক, ট্রেড বর্ণনা, ইত্যাদি ব্যবহারের দণ্ড
৭৪। মিথ্যা ট্রেডমার্ক বা ট্রেড বর্ণনাযুক্ত পণ্য বিক্রয় করিবার দণ্ড
৭৬। অনিবন্ধিত ট্রেডমার্ককে নিবন্ধিত ট্রেডমার্ক হিসাবে প্রদর্শন করিবার দণ্ড
৭৭। কোন ব্যবসায়ের স্থানকে অসত্যরূপে ট্রেডমার্ক অফিসের সহিত সংশ্লিষ্ট বলিয়া বর্ণনা করিবার দণ্ড
৭৮। নিবন্ধন বহিতে অসত্য এন্ট্রির জন্য দণ্ড
৮০। মার্ক এবং ট্রেড বর্ণনা সংক্রান্ত বিধানের অনিচ্ছাকৃত লঙ্ঘন
৮১। অভিযুক্ত ব্যক্তি কর্তৃক নিবন্ধনের অবৈধতাকে আত্মপক্ষ সমর্থনের যুক্তি হিসাবে দাবি করিবার পদ্ধতি
৮২। কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন
৮৪। সমুদ্রপথে আমদানিকৃত পণ্যের মূল উৎপাদনস্থল সম্পর্কিত সাক্ষ্য
৮৭। অপরাধ সংঘটিত হওয়া সংক্রান্ত তথ্য
৮৮। বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধে প্ররোচনা প্রদানের দণ্ড
৮৯। সরকার কর্তৃক নির্দেশনা প্রদানের ক্ষমতা
একাদশ অধ্যায়
বিবিধ
৯০। মার্কযুক্ত পণ্য বিক্রয়ে পরোক্ষ নিশ্চয়তা
৯১। নিবন্ধকের কার্যপদ্ধতি ও ক্ষমতা
৯৫। সরকার কর্তৃক কার্যধারা পরিচালনার পদ্ধতি
৯৬। লঙ্ঘনজনিত কারণে জেলা আদালতে মামলা দায়ের
৯৭। ট্রেডমার্ক লঙ্ঘন, ইত্যাদি মামলায় প্রতিকার
৯৮। নিবন্ধন বহি সংশোধনের জন্য বিশেষ ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আবেদন দাখিল
৯৯। নিবন্ধন বহি সংশোধনের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন দাখিলের পদ্ধতি
১০১। হাইকোর্ট বিভাগের বিধি প্রণয়নের ক্ষমতা
১০২। ট্রেডমার্কের বৈধতা অথবা নিবন্ধন প্রশ্নাধীন হইলে কার্যধারা স্থগিত রাখা
১০৩। আদালতের কার্যধারায় নিবন্ধকের হাজির হইবার অধিকার
১০৪। হাইকোর্ট বিভাগের কার্যধারায় নিবন্ধকের খরচ
১০৫। নিবন্ধিত ব্যবহারকারীকে মামলায় পক্ষভুক্তি
১০৬। নিবন্ধন বহির এন্ট্রি এবং নিবন্ধক কর্তৃক কৃত কার্য সাক্ষ্য হিসাবে গৃহীত হইবে
১০৭। নিবন্ধক এবং অন্যান্য কর্মকর্তাকে নিবন্ধন বহি পেশ করিতে বাধ্য করা যাইবে না
১০৮। পণ্য বা সেবার মূল উৎপাদনস্থল প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য পেশ করিবার জন্য নির্দেশদানের ক্ষমতা
১০৯। মিথ্যা ট্রেডমার্কযুক্ত আমদানিকৃত পণ্যের বিষয়ে তথ্যাদি তলবের ক্ষমতা
১১২। ব্যবসায়িক প্রথা, ইত্যাদি বিবেচনা
১১৬। জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত দলিল
১১৯। কনভেনশনভুক্ত দেশের ক্ষেত্রে বিশেষ বিধান
১২০। কনভেনশন আবেদনের ক্ষেত্রে বিশেষ বিধান
১২১। পারস্পরিক সম্পর্ক বিষয়ক বিধান
১২২। সমষ্টিগত মার্ক সম্পর্কিত বিধান
১২৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার
১২৫। ট্রেডমার্ক সম্পর্কিত প্রতিবেদন সংসদে উপস্থাপন
১২৬। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ
১২৮। হেফাজত সংক্রান্ত বিশেষ বিধান
Authentic English Text |