প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ট্রেডমার্ক আইন, ২০০৯

( ২০০৯ সনের ১৯ নং আইন )

একাদশ অধ্যায়

বিবিধ

লঙ্ঘনজনিত কারণে জেলা আদালতে মামলা দায়ের
৯৬। নিম্নবর্ণিত ক্ষেত্রে জেলা জজ আদালতের অধঃস্তন কোন আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না-
 
 
(ক) কোন নিবন্ধিত ট্রেডমার্কের লঙ্ঘন;
 
 
(খ) নিবন্ধিত ট্রেডমার্ক সংশ্লিষ্ট কোন অধিকার;
 
 
(গ) নিবন্ধিত ট্রেডমার্কের সংশোধিত কোন অধিকার; এবং
 
 
(ঘ) সাদৃশপূর্ণ বা প্রতারণামূলকভাবে সাদৃশপূর্ণ কোন ট্রেডমার্ক, নিবন্ধিত হউক বা না হউক, চালাইয়া দেয়া।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs