প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ট্রেডমার্ক আইন, ২০০৯

( ২০০৯ সনের ১৯ নং আইন )

একাদশ অধ্যায়

বিবিধ

সূচিপত্র (index)
১১৫। নিবন্ধকের নির্দেশ ও তত্ত্বাবধানে নিম্নবর্ণিত বিষয়ের সূচিপত্র সংরক্ষণ করিতে হইবে-
 
 
(ক) নিবন্ধিত ট্রেডমার্ক ;
 
 
(খ) নিষ্পন্নাধীন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন পত্র;
 
 
(গ) নিবন্ধিত ট্রেডমার্কের স্বত্বাধিকারীগণের নাম; এবং
 
 
(ঘ) নিবন্ধিত ব্যবহারকারীগণের নাম।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs