১১৫৷ General Clause Act, 1897 (Act. x of 1897) এর section 3 এর-
(ক) Clause (32a) এর "or রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২(১৯৯২ সনের ২৩ নং আইন) এর প্রথম তফসিলে বর্ণিত এলাকা" শব্দগুলির পর " or সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ (২০০৯ সনের ২৩নং আইন) এর প্রথম তফসিলে বর্ণিত এলাকা" শব্দগুলি, কমাটি, সংখাগুলি এবং বন্ধনী সংযোজিত হইব; এবং
(খ) Clause (39a) এর "or রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২৩ নং আইন) এর অধীন নিযুক্ত পুলিশ কমিশনার এবং উক্ত আইনের অধীন নিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও সহাকারী পুলিশ কমিশনার ইহার অন্তরর্ভুক্ত হইবে" শব্দগুলির পর একটি কমা, এবং "or সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ (২০০৯ সনের ২৩ নং আইন) এর অধীন নিযুক্ত পুলিশ কমিশনার এবং উক্ত আইনের অধীন নিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিনিয়র সহাকারী পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার ইহার অন্তর্ভুক্ত হইবে" শব্দগুলি, কমাগুলি, সংখ্যাগুলি এবং বন্ধনী সংযোজিত হইবে।