প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯

( ২০০৯ সনের ২৩ নং আইন )

চতুর্থ অধ্যায়

পুলিশ কর্মকর্তার ক্ষমতা ও কর্তব্য

রাস্তায় পুলিশ কর্মকর্তার কর্তব্য
১৭৷ রাস্তায় পুলিশ কর্মকর্তার কর্তব্য হইবে -
 
 
(ক) যানবাহন নিয়ন্ত্রণ;
 
 
(খ) রাস্তায় অবৈধ নির্মাণকার্য রোধ করা;
 
(গ) রাস্তায় বা রাস্তার সন্নিকটে এই আইন বা অন্য কোন আইনের অধীন প্রণীত কোন বিধি, প্রবিধান বা প্রদত্ত কোন আদেশের বিধান যাহাতে কেহ ভঙ্গ করিতে না পারে সেই জন্য চেষ্টা করা;
 
(ঘ) রাস্তায় সর্বসাধারণের ব্যবহৃত জায়গায়, মেলায়, পার্কে সর্বসাধারণের সম্মিলিত হওয়ার অন্যান্য সকল জায়গায় এবং সর্বসাধারণের প্রার্থনার স্থানসমূহের আশেপাশে শৃঙ্খলা বজায় রাখা;
 
(ঙ) সর্বসাধারণের ব্যবহার্য জায়গার নিয়ন্ত্রণ, যাত্রীবাহী নৌকায় বিপজ্জনকভাবে বা অতিরিক্ত যাত্রী বোঝাই রোধ এবং অনুরূপ যে কোন স্থানে বা নৌকায় কোন আইন বা আইনানুগ বিধি, আদেশ ইত্যাদি লঙ্ঘন রোধ করা৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs