সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯

( ২০০৯ সনের ৪০ নং আইন )

সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ,সংযুক্ত তহবিলে অর্থ প্রদান বা উহা হইতে অর্থ প্রত্যাহার অথবা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে অর্থ প্রদান বা উহা হইতে অর্থ প্রত্যাহার এবং তৎসংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে বিধানকল্পে প্রণীত আইন
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮৫ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ, সংযুক্ত তহবিলে অর্থ প্রদান বা উহা হইতে অর্থ প্রত্যাহার অথবা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে অর্থ প্রদান বা উহা হইতে অর্থ প্রত্যাহার, বাজেট ঘাটতি ও সরকারি ঋণ ধারণযোগ্য পর্যায়ে রাখা, আন্তঃপ্রজন্ম সমতা নিশ্চিত করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উন্নয়ন এবং বাজেট প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং তদ্‌সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২।সংজ্ঞা

৩।আর্থিক ব্যবস্থাপনা

৪।অর্থ বরাদ্দে সমতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ

৫।আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি

তৃতীয় অধ্যায়

সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব

৬।সংযুক্ত তহবিল এবং প্রজাতন্ত্রের সরকারি হিসাব রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ

৭।সংযুক্ত তহবিলে অর্থ জমা ও প্রত্যাহার

৮।সংযুক্ত তহবিল হইতে প্রত্যর্পণ ও ফেরতযোগ্য অর্থ উত্তোলন

৯।প্রজাতন্ত্রের সরকারি হিসাবে অর্থ জমা ও উক্ত হিসাব হইতে অর্থ পরিশোধ

১০।বাজেট

১১।নীতি বিবৃতি(Policy Statement)

১২।সংশোধিত বাজেট

১৩।বাজেট বরাদ্দ সম্পর্কে অবহিতকরণ ও অর্থ ছাড়

১৪।অর্থ স্থানান্তর ও পুনঃউপযোজন

১৫।বাজেট পরিবীক্ষণ

১৬।বাজেট ব্যবস্থাপনা কমিটি

১৭।আর্থিক হিসাব সংরক্ষণ ও প্রতিবেদন প্রণয়ন

১৮।প্রধান হিসাবদানকারী অফিসার (Principal Accounting Officer)

১৯।প্রধান হিসাবদানকারী অফিসারের দায়িত্ব ও কর্তব্য

২০। নির্বাহী কর্তৃপক্ষের আর্থিক দায়িত্ব

২১।ঋণ সংগ্রহ

২২।গ্যারান্টি

২৩।আর্থিক অসদাচরণ

অষ্টম অধ্যায়

বিবিধ

২৪।বিধি প্রণয়নের ক্ষমতা

২৫।জটিলতা নিরসনে সরকারের ক্ষমতা

২৬।বিদ্যমান বিধি ও আদেশসমূহের প্রয়োগ

২৭।মূল পাঠ এবং ইংরেজী পাঠ