জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯

( ২০০৯ সনের ৫৩ নং আইন )


জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের মূল লক্ষ্য; এবং
 
 
 
 
যেহেতু মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং মানবাধিকার যথাযথভাবে নিশ্চিত করিবার উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশন নামে একটি কমিশন প্রতিষ্ঠা করা এবং এতদুদ্দেশ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ

সূচি

ধারাসমূহ

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

দ্বিতীয় অধ্যায়

মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

৩৷ জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা

৪। কমিশনের কার্যালয়

৫। কমিশন গঠন

৬। চেয়ারম্যান ও সদস্যগণের নিয়োগ, মেয়াদ, পদত্যাগ, ইত্যাদি

৭। বাছাই কমিটি

৮। চেয়ারম্যান ও সদস্যের অপসারণ

৯। সদস্যপদে শূন্যতার কারণে কার্য বা কার্যধারা অবৈধ না হওয়া

১০। সদস্যগণের বেতন, ভাতা, ইত্যাদি

১১। কমিশনের সভা

১২। কমিশনের কার্যাবলী

তৃতীয় অধ্যায়

কমিশনের কার্যাবলী ও তদন্তের ক্ষমতা

১৩। সুপ্রীম কোর্ট হইতে রেফারেন্স

১৪। মানবাধিকার লংঘন প্রকাশ পাওয়ার ক্ষেত্রে ব্যবস্থা

১৫। মধ্যস্থতা বা সমঝোতাকারী নিয়োগ

১৬। তদন্ত সম্পর্কিত ক্ষমতা

১৭। অভিযোগের অনুসন্ধান

১৮। শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি

১৯। তদন্ত পরবর্তী কার্যক্রম

২০। কমিশনের নিকট সাক্ষ্য প্রদানকারী ব্যক্তির সুযোগ-সুবিধা

২১। সমন প্রেরণ

২২। কমিশনের কার্যাবলীর বার্ষিক প্রতিবেদন

চতুর্থ অধ্যায়

কমিশনের কর্মকর্তা, ইত্যাদি

২৩। কমিশনের কর্মকর্তা ও কর্মচারী

২৪। মানবাধিকার কমিশন তহবিল

২৫। কমিশনের আর্থিক স্বাধীনতা

২৬। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২৭। জনসেবক

২৮। ক্ষমতা অর্পণ

২৯। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

৩০। বিধি প্রণয়নের ক্ষমতা

৩১। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

৩২। হেফাজত সংক্রান্ত বিধান