স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

( ২০০৯ সনের ৫৮ নং আইন )

পৌরসভা সংক্রান্ত বিদ্যমান অধ্যাদেশ রহিত করিয়া একটি নূতন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু পৌরসভা সংক্রান্ত বিদ্যমান অধ্যাদেশ রহিত করিয়া একটি নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনাম প্রয়োগ ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ শহর এলাকা ঘোষণা

প্রথম অধ্যায়

পৌরসভা প্রতিষ্ঠা, পৌরসভা গঠন, ইত্যাদি

৪৷ পৌরসভা প্রতিষ্ঠা, ইত্যাদি

৫৷ প্রশাসনিক ইউনিট হিসাবে পৌরসভা

৬৷ পৌরসভা গঠন

৭৷ পরিষদে মহিলা প্রতিনিধিত্ব

৮৷ পৌরসভার মেয়াদ, ইত্যাদি

৯৷ পৌরসভার নামকরণ

১০৷ পৌরসভার শ্রেণীবিন্যাস

১১৷ পৌরসভার বিলুপ্তি

১২৷ মেয়র ও কাউন্সিলরগণের সম্মানী ও অন্যান্য সুবিধা

দ্বিতীয় অধ্যায়

ওয়ার্ডের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, ইত্যাদি

১৩৷ পৌর এলাকাকে ওয়ার্ডে বিভক্তিকরণ

১৪৷ ওয়ার্ড কমিটি

১৫৷ সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ

১৬৷ ওয়ার্ডের সীমানা নির্ধারণ

১৭৷ ভোটার তালিকা

১৮৷ ভোটাধিকার

তৃতীয় অধ্যায়

মেয়র ও কাউন্সিলরগণের যোগ্যতা-অযোগ্যতা, ইত্যাদি

১৯৷ মেয়র এবং কাউন্সিলরগণের যোগ্যতা ও অযোগ্যতা

চতুর্থ অধ্যায়

নির্বাচন, নির্বাচনী বিরোধ, ইত্যাদি

২০৷ নির্বাচনের সময়, ইত্যাদি

২০ক। নির্বাচনে অংশগ্রহণ

২১৷ নির্বাচন পরিচালনা

২২৷ নির্বাচনী ফলাফল প্রকাশ

২৩৷ নির্বাচনী দরখাস্ত দাখিল

২৪৷ নির্বাচন ট্রাইব্যুনাল ও নির্বাচন আপিল ট্রাইব্যুনাল গঠন

২৫৷ নির্বাচনী দরখাস্ত, আপিল নিষ্পত্তি

২৬৷ নির্বাচনী দরখাস্ত স্থানান্তর

পঞ্চম অধ্যায়

শপথ, সম্পত্তির ঘোষণা, অপসারণ, ইত্যাদি

২৭৷ শপথ বা ঘোষণা

২৮৷ সম্পত্তি সম্পর্কিত ঘোষণা

২৯৷ একাধিক পদে প্রার্থিতায় বাধা

৩০৷ মেয়র ও কাউন্সিলরের পদত্যাগ

৩১৷ মেয়র ও কাউন্সিলরের সাময়িক বরখাস্ত

৩২৷ মেয়র ও কাউন্সিলর অপসারণ

৩২ক। বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা

৩৩৷ মেয়র এবং কাউন্সিলরের পদ শূন্য হওয়া এবং পুনঃনির্বাচন।

৩৪৷ মেয়রের দায়িত্ব ও দলিল দস্তাবেজ হস্তান্তর

৩৫৷ মেয়র ও কাউন্সিলরের সদস্যপদ পুনর্বহাল

৩৬৷ ব্যত্যয়ের দণ্ড

৩৭৷ মেয়র ও কাউন্সিলরের অধিকার ও দায়বদ্ধতা

৩৮৷ অনাস্থা প্রস্তাব

৩৯৷ মেয়র ও কাউন্সিলরের অনুপস্থিতির ছুটি

৪০৷ মেয়রের প্যানেল

৪১৷ পদত্যাগ, অপসারণ, ইত্যাদি গেজেটে প্রকাশ

৪২৷ অবস্থা বিশেষে প্রশাসক নিয়োগ

৪২ক। বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ ও কমিটি গঠনের ক্ষেত্রে সরকারের ক্ষমতা

৪৩৷ কতিপয় ব্যক্তি কাউন্সিলর বিবেচিত হইবেন

ষষ্ঠ অধ্যায়

পৌরসভার সম্পত্তি, চুক্তি, ইত্যাদি

৪৪৷ পৌরসভার সম্পত্তি

৪৫৷ রাস্তার নিকটবর্তী জমির অধিগ্রহণ

৪৬৷ সম্পত্তি ব্যবস্থাপনা৷

৪৭৷ দায়দেনা আদায়

৪৮৷ চুক্তি

৪৯৷ পরিষদ বাতিল ও পুনঃনির্বাচন

দ্বিতীয় অধ্যায়

পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী, কমিটি, ইত্যাদি

৫০৷ পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী

৫১৷ সরকার কর্তৃক প্রদত্ত কার্যাবলী

৫২৷ পৌরসভার বার্ষিক প্রতিবেদন

৫৩৷ নাগরিক সনদ প্রকাশ

৫৪৷ উন্নততর তথ্য প্রযুক্তির ব্যবহার ও সুশাসন

৫৫। পৌরসভা কর্তৃক স্থায়ী কমিটি গঠন

৫৬। স্থায়ী কমিটির কার্যাবলী

৫৭। সভায় নাগরিকগণের উপস্থিতি

৫৮। পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণের স্বার্থজনিত বিষয়াদি

৫৯। পৌর এলাকার সমন্বিত উন্নয়ন

৬০। পূর্ত কাজ

৬১। নথিপত্র, প্রতিবেদন, ইত্যাদি সংরক্ষণ

তৃতীয় অধ্যায়

নির্বাহী ক্ষমতা এবং কার্য পরিচালনা

৬২। নির্বাহী ক্ষমতা ও কার্য পরিচালনা

৬৩। পরিষদের সভা ও কার্য সম্পাদন

৬৪। স্থায়ী কমিটির মতামত ও সিদ্ধান্ত বিবেচনা

৬৫। কাউন্সিলরগণের ব্যক্তিগত আর্থিক সংশ্লিষ্টতা বিষয়ক

৬৬। [পৌর নির্বাহী কর্মকর্তা] বা প্রধান নির্বাহী কর্মকর্তার সভায় অংশগ্রহণ।

৬৭। জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

৬৮। কাউন্সিলরগণের তথ্য জানিবার অধিকার

৬৯। সভার কার্যবিবরণী লিপিবদ্ধকরণ, সংরক্ষণ ইত্যাদি

৭০। কার্যসম্পাদন সংক্রান্ত বিধি

৭১। গৃহীত সিদ্ধান্তের বৈধতা

চতুর্থ অধ্যায়

পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী, ভবিষ্য তহবিল ইত্যাদি

৭২। পৌরসভার চাকুরী

৭৩। পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী

৭৪। প্রধান নির্বাহী কর্মকর্তা

৭৫। সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের পৌরসভায় ন্যস্তকরণে সরকারের ক্ষমতা

৭৬। ভবিষ্য তহবিল, ইত্যাদি

৭৭। চাকুরি সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ

৭৮। পৌরসভার নির্বাচিত প্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণের সম্পর্ক

পঞ্চম অধ্যায়

টিউটোরিয়াল স্কুল, কোচিং সেন্টার, প্রাইভেট হাসপাতাল, ইত্যাদি নিবন্ধিকরণ

৭৯৷ টিউটোরিয়াল স্কুল, কোচিং সেন্টার, প্রাইভেট হাসপাতাল, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, ইত্যাদি নিবন্ধিকরণ

৮০। নিবন্ধিকরণে ব্যর্থতার দণ্ড

৮১। পৌরসভা কর্তৃক ফিস আদায়

৮২। পুনঃনিবন্ধিকরণ

প্রথম অধ্যায়

নথিপত্র তলব, পরিদর্শন, ইত্যাদি

৮৩৷ নথিপত্র তলব করিবার ক্ষমতা

৮৪। সরকারের নির্ধারিত কর্মকর্তার পরিদর্শনের ক্ষমতা

৮৫। সরকার কর্তৃক পৌরসভাকে নির্দেশ প্রদানের ক্ষমতা

৮৬। পৌরসভার কর্মকাণ্ড সম্পর্কিত ক্ষমতা প্রয়োগ

৮৭৷ সরকারের দিক নির্দেশনা প্রদান এবং তদন্ত করিবার ক্ষমতা

৮৮। পৌরসভাকে কোন বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

দ্বিতীয় অধ্যায়

আর্থিক ব্যবস্থাপনা, বাজেট ও হিসাব

৮৯। তহবিলের উৎস

৯০। আরোপিত ব্যয়

৯১। সংরক্ষণ, বিনিয়োগ এবং বিশেষ তহবিল গঠন

৯২। বাজেট

৯৩। হিসাব

৯৪। নিরীক্ষা

তৃতীয় অধ্যায়

অবকাঠামোগত সেবা

৯৫৷ অবকাঠামোগত সেবামূলক প্রকল্প

৯৬। বেসরকারি খাতের অংশগ্রহণ সংক্রান্ত চুক্তির ধরণ বা প্রকার

৯৭। পৌরসভা বা অন্যান্য প্রতিষ্ঠানের কার্যাবলী

চতুর্থ অধ্যায়

পৌর কর আরোপণ

৯৮। পৌর করারোপণ

৯৯। প্রজ্ঞাপন ও কর প্রবর্তন

১০০। আদর্শ কর তফসিল

১০১। কর আরোপের ক্ষেত্রে নির্দেশনাবলী

১০২। কর সংক্রান্ত দায়

১০৩। কর সংগ্রহ ও আদায়

১০৪। মূল্যায়ন, কর নির্ধারণ, ইত্যাদির বিরুদ্ধে দরখাস্ত

১০৫। বেতনাদি হইতে কর কর্তন

পঞ্চম অধ্যায়

অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষ, অপরাধ ও শাস্তি

১০৬। যৌথ কমিটি

১০৭। পৌরসভা ও স্থানীয় পরিষদের মধ্যে বিরোধ

১০৮। অপরাধ

১০৯। শাস্তি

১১০। অপরাধের আপোষ রফা

১১১। অপরাধ বিচারার্থে গ্রহণ

ষষ্ঠ অধ্যায়

তথ্য প্রাপ্তির অধিকার

১১২। তথ্য প্রাপ্তির অধিকার

১১৩। পৌরসভাকে পুলিশের সহযোগিতা

১১৪। পৌর পুলিশ নিয়োগ

দ্বিতীয় অধ্যায়

বিবিধ

১১৫। পৌর এলাকার জনগণের সহিত মতবিনিময়

১১৬। প্রশিক্ষণ প্রতিষ্ঠান

১১৭। সীমানা লংঘন

১১৮। আপিল আদেশ

১১৯। স্থায়ী আদেশ

১২০। বিধি প্রণয়নের ক্ষমতা

১২১। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

১২২। উপ-আইন প্রণয়নের ক্ষমতা

১২৩। ক্ষমতা অর্পণ

১২৪। লাইসেন্স ও অনুমোদন

১২৫। প্রকাশ্য রেকর্ড

১২৬। জনসেবক

১২৭। সরল বিশ্বাসে কৃতকার্য রক্ষণ

১২৮। প্রথম নির্বাচনের জন্য পৌরসভা ও ওয়ার্ডসমূহ

১২৯। নির্ধারিত কতিপয় বিষয়

১৩০। অসুবিধা দূরীকরণ

১৩১। রহিতকরণ ও হেফাজত

তফসিল

SCHEDULE