প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

( ২০০৯ সনের ৫৮ নং আইন )

তৃতীয় অধ্যায়

অবকাঠামোগত সেবা

বেসরকারি খাতের অংশগ্রহণ সংক্রান্ত চুক্তির ধরণ বা প্রকার
৯৬। (১) পৌর অবকাঠামোগত সেবা নিশ্চিত করিবার লক্ষ্যে পৌরসভা বেসরকারি খাতের সহিত চুক্তি নির্ধারিত পদ্ধতিতে সম্পাদন করিতে পারিবে৷
 
 
(২) পৌরসভা ইতিপূর্বে বর্ণিত ধারার উদ্দেশ্য অক্ষুন্ন রাখিয়া, নিম্নবর্ণিত ধরণের চুক্তি করিতে পারিবে, যথাঃ-
 
 
(ক) নির্মাণ, স্বত্বাধিকারী ও হস্তান্তর;
 
 
(খ) নির্মাণ, স্বত্বাধিকারী, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ;
 
 
(গ) নির্মাণ ও হস্তান্তর;
 
 
(ঘ) নির্মাণ, ইজারা ও হস্তান্তর;
 
 
(ঙ) নির্মাণ, হস্তান্তর ও পরিচালনা;
 
 
(চ) ইজারা ও ব্যবস্থাপনা;
 
 
(ছ) ব্যবস্থাপনা;
 
 
(জ) পুনর্বাসন, পরিচালনা ও হস্তান্তর;
 
 
(ঝ) পুনর্বাসন, স্বত্ব্বাধিকার ও পরিচালনা;
 
 
(ঞ) সেবা প্রদান চুক্তি;
 
 
(ট) সরবরাহ, পরিচালনা ও হস্তান্তর৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs