প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

( ২০০৯ সনের ৫৮ নং আইন )

প্রথম অধ্যায়

নথিপত্র তলব, পরিদর্শন, ইত্যাদি

নথিপত্র তলব করিবার ক্ষমতা
৮৩৷ সরকার যে কোন সময় পৌর কর্তৃপক্ষের নিকট হইতে -
 
 
(ক) কোন দলিল বা অন্য কোন নথিপত্র;
 
 
(খ) বিবরণী, পরিকল্পনা, প্রাক্কলন, লিখিত বক্তব্য, হিসাব অথবা পরিসংখ্যান;
 
 
(গ) অন্য কোন প্রতিবেদন;
 
 
তলব করিতে পারিবে এবং পৌর কর্তৃপক্ষ এই নির্দেশ পালন করিতে বাধ্য থাকিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs