প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯

( ২০০৯ সনের ৬০ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

মেয়র ও কাউন্সিলর সম্পর্কিত বিধান

মেয়রের প্যানেল
২০। (১) সিটি কর্পোরেশন গঠিত হইবার পর অনুষ্ঠিত প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলরগণ অগ্রাধিকারক্রমে তাহাদের নিজেদের মধ্য হইতে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল নির্বাচন করিবেন।
 
 
তবে শর্ত থাকে যে, নির্বাচিত তিনজনের মেয়র প্যানেলের মধ্যে একজন অবশ্যই সংরক্ষিত আসনের কাউন্সিলর হইতে হইবে।
 
 
(২) উপ-দফা (১) অনুযায়ী মেয়রের প্যানেল নির্বাচিত না হইলে সরকার, মেয়রের প্যানেল মনোনীত করিবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs