প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯

( ২০০৯ সনের ৬১ নং আইন )

প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৯৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ, সরকারের পূবার্নুমোদনক্রমে, এই আইন বা কোন বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে এবং উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া অনুরূপ প্রবিধানে নিম্নরূপ বিষয়ে বিধান করা যাইবে, যথাঃ-

 
 

(ক) পরিষদের কার্যাবলী পরিচালনা;

 
 

(খ) সভা আহবান;

 
 

(গ) সভার কোরাম নির্ধারণ;

 
 

(ঘ) সভার কার্যবিবরণী লিখন;

 
 

(ঙ) সভায় গৃহীত প্রস্তাব বাস্তবায়ন;

 
 

(চ) স্থায়ী কমিটির বিষয়াদি ও কার্যাবলী পরিচালনা;

 
 

(ছ) সাধারণ সীলমোহর হেফাজত ও ব্যবহার;

 
 

(জ) কোন সদস্য, কর্মকর্তা বা কর্মচারীকে পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা অর্পণ;

 
 

(ঝ) পরিষদের অফিসের বিভাগ ও শাখা গঠন এবং সব কাজের পরিধি নির্ধারণ;

 
 

(ঞ) গবাদি পশু ও অন্যান্য প্রাণীর বিক্রয় রেজিস্ট্রিকরণ;

 
 

(ট) সাধারণের ব্যবহার্য সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ;

 
 

(ঠ) শ্মশান ও কবরস্থান নিয়ন্ত্রণ;

 
 

(ড) সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ;

 
 

(ঢ) অবৈধ দখল রোধকরণ;

 
 

(ণ) গবাদি পশুর খোয়াড় ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ;

 
 

(ত) শিক্ষা সফর, পর্যবেক্ষণ ইত্যাদি উপলক্ষে সরকারি বা বেসরকারিভাবে বিদেশ ভ্রমণ;

 
 

(থ) এই আইনের অধীন প্রবিধান দ্বারা নিয়ন্ত্রণযোগ্য অন্য যে কোন বিষয়।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs