জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০

( ২০১০ সনের ৩ নং আইন )



জাতীয় পরিচয় নিবন্ধন এবং তদ্‌সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধানাবলী প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু জাতীয় পরিচয় নিবন্ধন এবং তদ্‌সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধানাবলী প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩। পরিচয় নিবন্ধন

৪। জাতীয় পরিচয়পত্র প্রদান

৫। জাতীয় পরিচয়পত্র পাইবার অধিকার, ইত্যাদি

৬। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা

৭। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ও [নবায়ন]

৮। জাতীয় পরিচয়পত্র সংশোধন

৯। নূতন জাতীয় পরিচয়পত্র প্রদান

১০। জাতীয় পরিচয়পত্র বাতিল

১১। কতিপয় সেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন

১২। কমিশনকে বিভিন্ন সংস্থার সহযোগিতা প্রদান

১৩। তথ্য-উপাত্ত সংরক্ষণ, গোপনীয়তা ও সরবরাহ, ইত্যাদি

১৩ক। তথ্য যাচাই

১৪। মিথ্যা তথ্য প্রদানের জন্য দন্ড

১৫। একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করিবার দন্ড

১৬। তথ্য-উপাত্ত বিকৃত বা বিনষ্ট করিবার দন্ড

১৬ক। তথ্য-উপাত্তে অননুমোদিত প্রবেশ বা উহাদের বেআইনী ব্যবহারের দণ্ড

১৭। দায়িত্ব অবহেলার দন্ড

১৭ক। তথ্য-উপাত্তের অননুমোদিত প্রকাশ

১৮। জাতীয় পরিচয়পত্র জাল করিবার দন্ড

১৯। অন্য কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ধারণ কিংবা বহন করিবার দন্ড

২০। ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

২১। অপরাধের আমলযোগ্যতা, অ-আপোষযোগ্যতা ও জামিনযোগ্যতা

২২। বিধি প্রণয়নের ক্ষমতা

২৩। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৪। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

২৫। হেফাজত সংক্রান্ত বিশেষ বিধান