বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০

( ২০১০ সনের ৮ নং আইন )


বাংলাদেশে হাই-টেক শিল্প স্থাপন ও বিকাশের জন্য দেশের বিভিন্ন স্থানে হাই-টেক পার্ক সৃষ্টি এবং ইহারসুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা এবং উন্নয়নের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন।
যেহেতু বাংলাদেশে হাই-টেক শিল্প স্থাপন ও বিকাশের নিমিত্ত দেশের বিভিন্ন স্থানে হাই-টেক পার্ক সৃষ্টি এবং ইহার সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা, উন্নয়ন এবং আনুষঙ্গিক বিষয়াদির জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৪। প্রধান কার্যালয়

৫। কর্তৃপক্ষের উদ্দেশ্য ও কার্যাবলী

৬। সাধারণ পরিচালনা ও প্রশাসন

৭। বোর্ড অব গভর্নরস

৮। নির্বাহী কমিটি

৯। সভা

১০। নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলী

১১। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১২। ব্যবস্থাপনা পরিচালক

১৩। কমিটি

১৪। ওয়্যার হাউজ স্থাপন

১৫। হাই-টেক পার্ক এর জন্য বিশেষ শুল্ক সুবিধা

১৬। বন্ডেড সুবিধাদি

১৭। পার্ক প্রতিষ্ঠার অনুমতি, ইত্যাদি

১৮। অনুমতি পত্রের শর্ত, ইত্যাদি

১৯। পার্কে হাই-টেক শিল্প স্থাপনের অনুমতি

২০। ডেভেলপার নিয়োগ

২১। ওয়ান স্টপ সার্ভিস

২২। পার্ক ঘোষণা

২৩। পার্কে ভূমি, ইত্যাদি বরাদ্দকরণ

২৪। পার্কে স্থাপিত হাই-টেক শিল্পের প্রকৃতি নির্ধারণ

২৫। ঋণ গ্রহণের ক্ষমতা

২৬। পার্কে ব্যাংক বা ব্যাংকসমূহকে কার্য পরিচালনার অনুমতি প্রদান

২৭। পার্কে নির্দিষ্ট আইনের প্রয়োগ রহিতকরণের ক্ষমতা

২৮। পরিবেশ সংক্রান্ত আইন, ইত্যাদির প্রতিপালন

২৯। তহবিল

৩০। বাজেট

৩১। হিসাব ও নিরীক্ষা

৩২। বার্ষিক প্রতিবেদন, ইত্যাদি

৩৩। শ্রমিক সংঘ

৩৪। কর্তৃপক্ষের বিশেষ অধিকার

৩৫। বিধি প্রণয়নের ক্ষমতা

৩৬। প্রবিধি প্রণয়নের ক্ষমতা

৩৭। আইনের ইংরেজী অনুবাদ প্রকাশ