ওয়ান স্টপ সার্ভিস
২১। কর্তৃপক্ষ, পার্কে হাই-টেক শিল্প স্থাপনে আগ্রহী ব্যক্তি বা ডেভেলপারকে, উপযুক্ত ফি ও সার্ভিস চার্জ গ্রহণ সাপেক্ষে, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নিম্নবর্ণিত সেবা প্রদান করিতে পারিবে, যথা [:-]
(ক) পার্কে ভূমি নির্বাচনের অনুমতি;
(খ) রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট ভিসা;
(গ) ওয়ার্ক পারমিট;
(ঘ) নির্মাণ পারমিট;
(ঙ) হাই-টেক শিল্প স্থাপনের লক্ষ্যে পার্কে প্লটসমূহ বরাদ্দ বা ভাড়া বা ইজারা প্রদানের ব্যবস্থা;
(চ) পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদির সংযোগ ও সরবরাহ; এবং
(ছ) পার্ক সংশ্লিষ্ট অন্যান্য কার্যাদি।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs