বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন,২০১০

( ২০১০ সনের ১২ নং আইন )

বীমা শিল্প ব্যবসার তত্ত্বাবধান, বীমা পলিসি গ্রাহক ও পলিসির অধীনে উপকারভোগীদের স্বার্থ সংরক্ষণ এবং বীমা শিল্পের নিয়মতান্ত্রিক উন্নয়ন ও নিয়ন্ত্রণের নিমিত্ত একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন।
যেহেতু বীমা শিল্প ব্যবসার তত্ত্বাবধান, বীমা পলিসি গ্রাহক ও পলিসির অধীনে উপকারভোগীদের স্বার্থ সংরক্ষণ এবং বীমা শিল্পের নিয়মতান্ত্রিক উন্নয়ন ও নিয়ন্ত্রণের নিমিত্ত একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৪৷ কর্তৃপক্ষের প্রধান কার্যালয়, ইত্যাদি

৫৷ কর্তৃপক্ষের গঠন, ইত্যাদি

৮৷ প্রধান নির্বাহী

৯৷ ভবিষ্যৎ চাকুরীতে নিয়োগে বিধি-নিষেধ

৬৷ চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কার্যকাল, ইত্যাদি

৭৷ চেয়ারম্যান ও সদস্যের যোগ্যতা, অযোগ্যতা, ইত্যাদি

১১৷ উপদেষ্টা ও পরামর্শক নিয়োগ

১২৷ চেয়ারম্যান ও সদস্যগণের পারিশ্রমিক, ভাতা, ইত্যাদি

১৫৷ কর্তৃপক্ষের কার্যাবলী ও দায়িত্ব

১৭৷ বার্ষিক বাজেট বিবরণী

১৮৷ ঋণ গ্রহণের ক্ষমতা

১০৷ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

১৩৷ কর্তৃপক্ষের সভা

১৯৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২১৷ কমিটি

২২৷ ক্ষমতা অর্পণ

১৪৷ অপসারণ

২৫৷ অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

২৬। কর্তৃপক্ষের পাওনা আদায়

২৯। বিধি প্রণয়নের ক্ষমতা

৩০। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

১৬৷ কর্তৃপক্ষের তহবিল

২০৷ প্রতিবেদন, ইত্যাদি

২৩। তথ্যাবলীর গোপনীয়তা

২৪। অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

২৭। স্বার্থের বিরোধ

২৮। অসুবিধা দূরীকরণে সরকারের ক্ষমতা

৩১। নির্দেশ প্রদানে সরকারের ক্ষমতা

৩২। রিভিউ

৩৩। আইনের ইংরেজী অনুবাদ প্রকাশ

৩৪। বীমা অধিদপ্তর বিলোপ, ইত্যাদি