মৎস্য হ্যাচারি আইন, ২০১০

( ২০১০ সনের ১৪ নং আইন )

দেশে মৎস্য সম্পদের কাঙ্খিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করিবার লক্ষ্যে গুণগতমান সম্পন্ন রেণু, পোস্ট লার্ভি ও পোনা উৎপাদনের নিমিত্ত যথাযথভাবে মৎস্য ও চিংড়ি হ্যাচারি স্থাপন ও উহার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এতদ্‌সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়সমূহ সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু, দেশে মৎস্য সম্পদের কাঙ্খিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করিবার লক্ষ্যে গুণগতমান সম্পন্ন রেণু, পোস্ট লার্ভি ও পোনা উৎপাদনের নিমিত্ত যথাযথভাবে মৎস্য ও চিংড়ি হ্যাচারি স্থাপন ও উহার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এতদ্সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়সমূহ সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজন;
 
 
 
 
সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইলঃ

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। হ্যাচারি নিবন্ধন, ইত্যাদি

৫। নিবন্ধন ব্যতীত হ্যাচারি পরিচালনা নিষিদ্ধ

৬। সংকরায়নে বিধি-নিষেধ

৭। অন্তঃপ্রজনন নিষিদ্ধকরণ

৮। আমদানি সংক্রান্ত বিধি-নিষেধ

৯। পোনা উৎপাদনের ক্ষেত্রে বিধি-নিষেধ

১০। হ্যাচারি নিয়ন্ত্রণ, পরিদর্শন, প্রজাতি সংরক্ষণ ও মৎস্য উন্নয়ন

১১। অননুমোদিত দ্রব্য জব্দ ও বাজেয়াপ্তকরণ

১২। নমুনা সংগ্রহ ও পরীক্ষণ

১৩। মহাপরিচালকের ক্ষমতা অর্পণ

১৪। আইন প্রয়োগকারী সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ

১৫। নিবন্ধন বাতিলকরণ

১৬। নিবন্ধন স্থগিতকরণ

১৭। প্রশাসনিক আদেশের বিরুদ্ধে আপীল, ইত্যাদি

১৮। দণ্ড

১৯। কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

২০। অপরাধ বিচারার্থ গ্রহণ

২১। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

২২। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচার, ইত্যাদি

২৩। ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

২৪। অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা

২৫। বিধি প্রণয়নের ক্ষমতা

২৬। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ