বাংলাদেশ গ্যাস আইন, ২০১০

( ২০১০ সনের ৪০ নং আইন )

বাংলাদেশের সমগ্র ভূখণ্ড, নির্ধারিত সমুদ্রসীমা ও ইহার অর্থনৈতিক অঞ্চলের প্রাকৃতিক গ্যাস ও উহার সহজাত তরল হাইড্রোকার্বন (associated liquid hydrocarbon) সঞ্চালন,বিতরণ, বিপণন, সরবরাহ ও মজুদের উদ্দেশ্যে এবং উহাদের যথার্থ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ এবং এতদ্সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে প্রণীত আইন।
যেহেতু বাংলাদেশের সমগ্র ভূখন্ড, নির্ধারিত সমুদ্রসীমা ও ইহার অর্থনৈতিক অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ও উহার সহজাত তরল হাইড্রোকার্বন (associated liquid hydrocarbon) এর সঞ্চালন, বিতরণ, বিপণন, সরবরাহ ও মজুদের উদ্দেশ্যে এবং উহাদের যথার্থ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ এবং এতদ্সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
 
 
 
যেহেতু প্রাকৃতিক গ্যাস ও উহার সহজাত তরল হাইড্রোকার্বন এর বিক্রয় এবং হিসাব বহির্ভুত গ্যাসের (unaccounted for gas) উপর কার্যকর নিয়ন্ত্রণ এবং সময়মত গ্যাস বিক্রয়লব্দ রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং বেসরকারি খাত ও ব্যক্তিগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :

সূচি

ধারাসমূহ

১।সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২।সংজ্ঞা

৩।আইনের প্রাধান্য

৪।ব্যবসা পরিচালনা, ইত্যাদি

৫। পাইপলাইন নির্মাণ ও স্থাপন

৬।গ্রাহক শ্রেণী

৭।গ্যাস বিতরণ

৮।সিএনজি রিফুয়েলিং স্টেশন স্থাপন, এলপিজি ও এলএনজি এর ব্যবসা পরিচালনা, ইত্যাদি

৯। গ্যাস সরবরাহ ও মজুদকরণ সংক্রান্ত বিধান

১০। কতিপয় অপরাধের দণ্ড

১১। অননুমোদিত উদ্দেশ্যে গ্যাস ব্যবহারের দন্ড

১২। লাইসেন্সীর অনুমতি ব্যতীত গ্যাস লাইন স্থাপন, ইত্যাদির দন্ড

১৩।লাইসেন্স ব্যতিরেকে সিএনজি রিফুয়েলিং স্টেশন বা যানবাহন সিএনজিতে রূপান্তর কারখানা স্থাপন, ইত্যাদির দন্ড

১৪। সিএনজি রিফুয়েলিং স্টেশন কর্তৃক নির্ধারিত চাপের অধিক চাপে সিএনজি বিক্রয়ের দন্ড

১৫। নাশকতামূলক কার্যের দন্ড

১৬। প্রতিবন্ধকতা সৃষ্টির দন্ড

১৭।পাইপলাইন, মিটার, রেগুলেটর, ইত্যাদি চুরির দন্ড

১৮।চুরিকৃত সামগ্রী ক্রয় বিক্রয় ও দখলে রাখিবার দন্ড

১৯।অপরাধ সংঘটনে সহায়তা, প্ররোচনা, ইত্যাদির দন্ড

২০।এই আইনের অধীন দন্ডিত হইবার কারণে গ্যাস বিতরণকারী বা সরবরাহকারীর পাওনা অর্থ পরিশোধের দায়-দায়িত্ব ব্যাহত বা ক্ষুন্ন না করা

২১।বিচার

২২।ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

২৩।অর্থদন্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা

২৪।নিষেধাজ্ঞার ক্ষেত্রে বিবাদমান উভয় পক্ষের শুনানী গ্রহণ

২৫। অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা

২৬। সালিশীর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি

২৭। বার্ষিক প্রতিবেদন ও হিসাব

২৮।বিধি প্রণয়নের ক্ষমতা

২৯।প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩০। ব্যবসা পুনঃগঠন ও লাইসেন্সীর এলাকা পুনঃনির্ধারণ

৩১। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ