বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

( ২০১০ সনের ৩৫ নং আইন )

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ রহিতক্রমে কতিপয় সংশোধনীসহ উহা পুনঃ প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু দেশে মানসম্মত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারী পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং উহার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এতদ্‌বিষয়ে বিদ্যমান আইন অপর্যাপ্ত বলিয়া উহা রহিতক্রমে একটি নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনা

৪। বেসরকারী বিশ্ববিদ্যালয় সকলের জন্য উন্মুক্ত

৫। সাময়িক অনুমতিপত্রের জন্য আবেদন

৬। সাময়িক অনুমতির শর্তাবলী

৭। সাময়িক অনুমতি প্রদান

৮। সনদপত্রের জন্য আবেদন দাখিল ও সনদপত্র গ্রহণ

৯। সনদপত্রের শর্তাবলী

১০। সনদপত্র প্রদান

১১। সাময়িক অনুমতি নবায়ন

১২। সনদপত্রের শর্তপূরণে ব্যর্থতার ফলাফল

১৩। অনুমোদিত ক্যাম্পাস

১৪। বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

১৫। বোর্ড অব ট্রাস্টিজ

১৬। বোর্ড অব ট্রাস্টিজ এর ক্ষমতা ও দায়িত্ব

১৭। সিন্ডিকেট

১৮। সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্ব

১৯। একাডেমিক কাউন্সিল

২০। একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব

২১। অনুষদ

২২। বিভাগ

২৩। ইনস্টিটিউট

২৪। পাঠক্রম কমিটি

২৫। অর্থ কমিটি

২৬। অর্থ কমিটির ক্ষমতা ও দায়িত্ব।

২৭। শিক্ষক নিয়োগ কমিটি

২৮। শৃংখলা কমিটি

২৯। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা

৩০। চ্যান্সেলর

৩১। ভাইস-চ্যান্সেলর

৩২। প্রো-ভাইস চ্যান্সেলর

৩৩। ট্রেজারার

৩৪। রেজিস্ট্রার, লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ

৩৫। শিক্ষা কার্যক্রম, ইত্যাদি

৩৬। শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ

৩৭। বিশ্ববিদ্যালয়-সংবিধি

৩৮। এ্যাক্রিডিটেশন কাউন্সিল

৩৯। বিদেশী বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোর্স পরিচালনা বা ক্যাম্পাস স্থাপন

৪০। অধ্যয়নরত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন

৪১। অর্থায়নের উৎস

৪২। শিক্ষার্থী ফি

৪৩। বেতন কাঠামো ও চাকুরী প্রবিধানমালা

৪৪। সাধারণ তহবিল

৪৫। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

৪৬। পরিদর্শন, ইত্যাদি

৪৭। এই আইন কার্যকর হইবার পূর্বে সাময়িক অনুমতিপ্রাপ্ত বেসরকারী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিধান

৪৮। তদন্ত ও সনদপত্র বাতিল

৪৯। অপরাধ, আমলযোগ্যতা ও দন্ড

৫০।বিধি প্রণয়নের ক্ষমতা

৫১। অস্পষ্টতা দূরীকরণ

৫২। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

৫৩। রহিতকরণ ও হেফাজত