বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা
২৯। (১) প্রত্যেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত পূর্ণকালীন কর্মকর্তা থাকিবেন, যথা :-
(ক) ভাইস চ্যান্সেলর;
(খ) প্রো-ভাইস চ্যান্সেলর;
(গ) ট্রেজারার;
(ঘ) পরীক্ষা নিয়ন্ত্রক;
(ঙ) ডীন বা ডাইরেক্টর;
(চ) রেজিস্ট্রার;
(ছ) প্রক্টর;
(জ) বিভাগীয় প্রধান;
(ঝ) উপদেষ্টা (ছাত্র কল্যাণ);
(ঞ) পরিচালক (অর্থ);
(ট) জনসংযোগ কর্মকর্তা; এবং
(ঘ) লাইব্রেরিয়ান।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কর্মকর্তাগণ ছাড়াও কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী দক্ষতার সহিত সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় অন্য কোন কর্মকর্তা নিয়োগ করা যাইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs