প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০

( ২০১০ সনের ৫৩ নং আইন )

আপীল
২১ । ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত রায় বা আদেশ দ্বারা কোন পক্ষ সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত রায় বা আদেশ প্রদত্ত হইবার ষাট দিনের মধ্যে 1[ফৌজদারী কার্যবিধির আওতায়] আপীল দায়ের করিতে পারিবেন।
 

  • 1
    “ফৌজদারী কার্যবিধির আওতায়” শব্দগুলি “স্থানীয় অধিক্ষেত্রের সেশন জজের আদালতে” শব্দগুলির পরিবর্তে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs