প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০

( ২০১০ সনের ৫৫ নং আইন )

কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গমনেচ্ছু বাংলাদেশী বেকার যুবকদের সহায়তা প্রদান, প্রবাসী বাংলাদেশীদের দেশে প্রত্যাগমনের পর কর্মসংস্থানের সহায়তা প্রদান, প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগে উৎসাহিতকরণ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী পন্থায় সহজে রেমিট্যান্স প্রেরণে প্রবাসী বাংলাদেশীদের সহায়তা প্রদানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন
যেহেতু কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গমনেচ্ছু বাংলাদেশী বেকার যুবকদের সহায়তা প্রদান, প্রবাসী বাংলাদেশীদের দেশে প্রত্যাগমনের পর কর্মসংস্থানের সহায়তা প্রদান, প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগে উৎসাহিতকরণ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী পন্থায় সহজে রেমিট্যান্স প্রেরণ প্রবাসী বাংলাদেশীদের সহায়তা প্রদানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগ

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, ইত্যাদি

৫। ব্যাংকের উদ্যোক্তা

৬। ব্যাংকের প্রধান কার্যালয়, ইত্যাদি

৭। অনুমোদিত মূলধন

৮। পরিশোধিত মূলধন

৯। পরিচালনা ও প্রশাসন

১০। বোর্ড

১১। চেয়ারম্যান

১২। ব্যবস্থাপনা পরিচালক

১৩। পরিচালকের দায়িত

১৪। পদত্যাগ

১৫। সভা

১৬। কমিটি

১৭। ব্যাংকের কার্যাবলী

১৮। বন্ড এবং ঋণপত্র

১৯। হিসাব-নিকাশ

২০। নিরীক্ষা

২১। প্রতিবেদন

২২। সংরক্ষিত তহবিল

২৩। লভ্যাংশ বিলি-বন্টন

২৪। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

২৫। ব্যাংকের পাওনা আদায়

২৬। ক্ষমতা অর্পণ

২৭। অপরাধ ও দণ্ড

২৮। অপরাধ বিচারার্থে গ্রহণ

২৯। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

৩০। আনুগত্য ও গোপনীয়তা

৩১। ব্যাংকের অবসায়ন

৩২। ব্যাংক দোকান ইত্যাদি বলিয়া গণ্য হইবে না

৩৩। বিধি প্রণয়নের ক্ষমতা

৩৪। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩৫। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ