পরিবেশ আদালত আইন, ২০১০

( ২০১০ সনের ৫৬ নং আইন )

পরিবেশ সংক্রান্ত অপরাধের বিচার ত্বারান্বিত করার লক্ষ্যে আদালত প্রতিষ্ঠা ও আনুষঙ্গিক বিষয়ে প্রচলিত আইনের সংশোধন ও সংহতকরণকল্পে প্রণীত আইন
যেহেতু পরিবেশ সংক্রান্ত অপরাধের বিচার ত্বরান্বিত করার লক্ষ্যে আদালত প্রতিষ্ঠা ও আনুষঙ্গিক বিষয়ে প্রচলিত আইনের সংশোধন ও সংহতকরণকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। পরিবেশ আদালত প্রতিষ্ঠা

৫। স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত প্রতিষ্ঠা

৬। স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালতের এখতিয়ার

৭। পরিবেশ আদালতের এখতিয়ার

৮। আদালতের নির্দেশ অমান্যকরণ, ইত্যাদির দন্ড

৯। স্পেশাল ম্যাজিষ্ট্রেট কর্তৃক অপরাধের বিচার

১০। স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচার পদ্ধতি

১১। প্রবেশ, আটক, ইত্যাদির ক্ষমতা

১২। অপরাধের অনুসন্ধান, মামলা দায়ের এবং তদমত্ম পদ্ধতি

১৩। আইন প্রয়োগকারী সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ

১৪। পরিবেশ আদালতের কার্যপদ্ধতি ও ক্ষমতা

১৫। অর্থদন্ড হইতে খরচ বা ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা

১৬। অর্থদন্ড আদায়ের পদ্ধতি

১৭। পরিবেশ আদালত কর্তৃক পরিদর্শনের ক্ষমতা

১৮। আপোস মীমাংসা

১৯। আপীল

২০। পরিবেশ আপীল আদালত

২১। মামলা স্থানান্তর

২২। বিচারাধীন মামলা

২৩। বিধি প্রণয়নের ক্ষমতা

২৪। রহিতকরণ ও হেফাজত