জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০

( ২০১০ সনের ৫৭ নং আইন )

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করিবার জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট নামে একটি ট্রাস্ট স্থাপন এবং এতদ্‌সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণকল্পে প্রণীত আইন
 

যেহেতু, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করিবার জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট নামে একটি ট্রাস্ট স্থাপন এবং এতদ্‌সংক্রান্ত বিভিন্ন বিয়য়ে ব্যবস্থা গ্রহণ করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। ট্রাস্ট গঠন

৪। ট্রাস্টের কাযার্লয়

৫। ট্রাস্টের লক্ষ্যে

৬। ট্রাস্টের উদ্দেশ্য

৭। প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন

৮। প্রশাসন ও পরিচালনা

৯। ট্রাস্টি বোর্ডের গঠন

১০। ট্রাস্টি বোর্ডের কার্যাবলী

১১। ট্রাস্টি বোর্ডের সভা

১২। কারিগরি কমিটি

১৩। কারিগরি কমিটির কার্যাবলী

১৪। কারিগরি কমিটির সভা

১৫। ট্রাস্টের তহবিল

১৬। ব্যাংক হিসাব

১৭। বাজেট

১৮। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৯। ব্যবস্থাপনা পরিচালক

২০। ক্ষমতা অর্পণ

২১। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২২। বিধি প্রণয়নের ক্ষমতা

২৩। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৪। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text