মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ১৯৮০ রহিতক্রমে কতিপয় সংশোধনীসহ উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ১৯৮০ (১৯৮০ সনের ১৬ নং আইন) রহিতক্রমে কতিপয় সংশোধনীসহ উহা পুনঃপ্রণয়নের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল পুনর্গঠন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৫। কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব
৭। কাউন্সিলের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও কোষাধ্যক্ষ নির্বাচন
৮। কাউন্সিলের নিবন্ধক (রেজিস্ট্রার) এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
৯। কার্যনির্বাহী কমিটি, ইত্যাদি
১২। মেডিকেল প্রতিষ্ঠানের মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি
১৩। মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রী বা ডিপ্লোমার স্বীকৃতি
১৪। ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্বীকৃতি
১৫। নিবন্ধনযোগ্য মেডিকেল চিকিৎসা ডিপ্লোমা
১৬। স্বীকৃতিদানে অসম্মতির জন্য কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল
১৮। স্বীকৃত মেডিকেল চিকিৎসকদের নিবন্ধন ও রেজিস্টারভুক্তকরণ, ইত্যাদি
১৯। স্বীকৃত ডেন্টাল চিকিৎসকদের নিবন্ধন ও রেজিস্টারভুক্তকরণ
২০। স্বীকৃত ও নিবন্ধনকৃত ডিপ্লোমার অধিকারী মেডিকেল সহকারীদের রেজিস্টার-ভুক্তকরণ
২১। রেজিস্টারসমূহ সরকারী দলিল হইবে
২২। নিবন্ধন ব্যতীত এলোপ্যাথি চিকিৎসা নিষিদ্ধ
২৩। নিবন্ধন বাতিল ও রেজিস্টার হইতে নাম প্রত্যাহার
২৪। কাউন্সিল কর্তৃক নিবন্ধনকরণে অসম্মতি বা রেজিস্টার হইতে নাম প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল
২৫। সরকার ও কাউন্সিলের অনুমোদন ব্যতিরেকে শিক্ষা কার্যক্রম, ইত্যাদি নিষিদ্ধ
২৬। পাঠ্যসূচী এবং পরীক্ষাসমূহ সম্পর্কে তথ্য তলব
২৮। প্রতারণামূলক প্রতিনিধিত্ব বা নিবন্ধনের দন্ড
২৯। ভূয়া পদবী, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ
৩০। নিষিদ্ধ ঔষধ ব্যবস্থাপত্রে লিখার দন্ড
৩৪। সরল বিশ্বাসে কৃতকার্য রক্ষণ
Schedule |