বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০

( ২০১০ সনের ৬২ নং আইন )

বালুমহাল ইজারা প্রদান ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু বালুমহাল ইজারা প্রদান সংক্রান্ত জটিলতা নিরসন, বালুমহাল হইতে পরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলন ও বিপণন, উহার নিয়ন্ত্রণ, এতদ্‌সংক্রান্ত সংঘটিত অপরাধসমূহ দমন এবং বালুমহাল ব্যবস্থাপনার নিমিত্ত একক কর্তৃপক্ষ নির্ধারণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কতিপয় ক্ষেত্রে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ

৫। ভূ-গর্ভস্থ বা নদীর তলদেশ হইতে বালু বা মাটি উত্তোলন সংক্রান্ত বিশেষ বিধান

৬। একক কর্তৃপক্ষ

৭। সরকারি কার্যক্রম বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলি

৭ক। ব্যক্তি মালিকানাধীন জমির বালু বা মাটি উত্তোলন

৭খ। উত্তোলিত বালু রক্ষণাবেক্ষণে নিয়ন্ত্রণ আরোপ

৮। বালু বা মাটি রপ্তানি সংক্রান্ত বিধান

৯। বালুমহাল ঘোষণা ও বিলুপ্তকরণ

১০। বালুমহাল ইজারা প্রদান, ইত্যাদি

১১। ইজারা বহির্ভূত বালুমহাল হইতে সরকারি রাজস্ব আদায়

১২। জাতীয় বালুমহাল ব্যবস্থাপনা কমিটি

১৩। বালুমহাল ইজারার মেয়াদ

১৪। ইজারা বাতিল ও আপিল

১৫। অপরাধ, বিচার ও দন্ড

১৬। বিধি প্রণয়নের ক্ষমতা

১৭। অস্পষ্টতা দূরীকরণ