প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

( ২০১০ সনের ৬৩ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

বাহিনীর গঠন

নিয়মিত বর্ডার গার্ড বাহিনী
৬।(১) সরকার কর্তৃক, সময় সময় নির্ধারিত সংখ্যক নিম্নবর্ণিত কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্যের সমন্বয়ে নিয়মিত বর্ডার গার্ড বাহিনী গঠিত হইবে, যথাঃ-
 
 
(ক) কর্মকর্তা-
 
 
(অ) মহাপরিচালক,
 
 
(আ) অতিরিক্ত মহাপরিচালক,
 
 
(ই) উপ-মহাপরিচালক,
 
 
(ঈ) পরিচালক,
 
 
(উ) অতিরিক্ত পরিচালক,
 
 
(ঊ) উপ-পরিচালক,
 
 
(ঋ) সহকারী পরিচালক;
 
 
(খ) জুনিয়র কর্মকর্তা-
 
 
(অ) সুবেদার মেজর,
 
 
(আ) সুবেদার,
 
 
(ই) নায়েব সুবেদার;
 
 
(গ) পদবিধারী বর্ডার গার্ড সদস্য-
 
 
(অ) হাবিলদার,
 
 
(আ) নায়েক,
 
 
(ই) ল্যান্স নায়েক;
 
 
(ঘ) তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্য-
 
 
(অ) সিপাহী,
 
 
(আ) অযোদ্ধা।
 
 
(২) এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার প্রশাসনিক ও আইনী বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজনীয় সংখ্যক অসামরিক কর্মকর্তাকে উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত মহাপরিচালক ব্যতীত অন্যান্য পদে নির্দিষ্ট সময়ের জন্য প্রেষণে নিয়োগ প্রদান করিতে পারিবে।
 
 
(৩) বিধি দ্বারা নির্ধারিত মেয়াদে, শর্তে ও পদ্ধতিতে সিপাহী ও অযোদ্ধা পদে তালিকাভুক্ত করিতে হইবে।
 
 
(৪) নিয়মিত বর্ডার গার্ড বাহিনী সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত সংখ্যক ব্যাটালিয়ান, সেক্টর ও রিজিয়নের সমন্বয়ে গঠিত হইবে।
 
 
(৫) যেক্ষেত্রে যুদ্ধাবস্থা চলাকালীন সময়ে বা সরকার কর্তৃক প্রজ্ঞাপন দ্বারা অপারেশন ও প্রশিক্ষণের জন্য সক্রিয় কর্তব্য ঘোষণা করা হয়, এবং বাহিনীর সংরক্ষিত অংশের সমগ্র বা কোন একটি অংশের কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্যগণকে উক্ত সময়ের প্রয়োগ ও প্রশিক্ষণের জন্য নিয়মিত বর্ডার গার্ড বাহিনীর সহায়তার জন্য তলব করা হয়, সেইক্ষেত্রে উক্ত বাহিনীর সংরক্ষিত অংশের কর্মকর্তা এবং বর্ডার গার্ড সদস্যগণকে নিয়মিত বর্ডার গার্ড বাহিনীর কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্য হিসাবে গণ্য করা হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs