ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১

( ২০১১ সনের ১৫ নং আইন )

ভবঘুরে সংক্রান্ত আইন রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন ও সংহত করিবার উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু ভবঘুরে সংক্রান্ত আইন রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন ও সংহত করা সমীহীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। সরকারি অভ্যর্থনা কেন্দ্র এবং সরকারি বা বেসরকারি আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা

৪। ভবঘুরে উপদেষ্টা বোর্ড

৫। বোর্ডের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলী

৬। বোর্ডের সভা

৭। ব্যবস্থাপনা কমিটি

৮। বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইত্যাদি

৯। হেফাজতের জন্য ভবঘূরে আটকের ক্ষমতা

১০। ভবঘুরে ঘোষণা, আশ্রয় কেন্দ্রে প্রেরণ, ইত্যাদি

১১। নিরাশ্রয় ব্যক্তির আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ, ইত্যাদি

১২। গর্ভবতী মহিলার ক্ষেত্রে বিশেষ বিধান

১৩। নথি, রেজিস্টার সংরক্ষণ, ইত্যাদি

১৪। আশ্রয় কেন্দ্রের শ্রেণী এবং ওয়ার্ডের বিন্যাস, ইত্যাদি

১৫। ভবঘুরে এবং নিরাশ্রয় ব্যক্তির দেহ ও মালামাল তল্লাশি, ইত্যাদি

১৬। ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা

১৭। ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তির আশ্রয় কেন্দ্র পরিবর্তন

১৮। ভবঘুরে ব্যক্তির পুনর্বাসন, ইত্যাদি

১৯। আত্মপক্ষ সমর্থনের সুযোগ

২০। ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তিকে মুক্তি প্রদান

২১। ভবঘুরে কল্যাণ তহবিল

২২। অভ্যর্থনা বা আশ্রয় কেন্দ্র হইতে পলায়নের শাস্তি

২৩। অপরাধের বিচার

২৪। মানুষকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করার ক্ষেত্রে কতিপয় আইনের প্রয়োগ

২৫। অন্যান্য আইনের অধীন ব্যবস্থা গ্রহণ ব্যাহত হইবে না

২৬। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

২৭। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২৮। বিধি প্রণয়নের ক্ষমতা

২৯। আইনের ইংরেজী অনুবাদ প্রকাশ

৩০। রহিতকরণ ও হেফাজত, ইত্যাদি