ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২

( ২০১২ সনের ৮ নং আইন )

ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকীকরণ করিবার লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলাকে অন্তর্ভুক্ত করিয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং তদসংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকীকরণ করিবার লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলাকে অন্তর্ভুক্ত করিয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং তদসংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথাঃ—
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২ । সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৫। প্রধান কার্যালয়

৬। কর্তৃপক্ষের পরিচালনা ও প্রশাসন

৭। পরিচালনা পরিষদের গঠন

৮। কর্তৃপক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য

৯। কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী

১০। পরিচালনা পরিষদের সভা

১১। আমন্ত্রিত সদস্য

১২। নির্বাহী পরিচালক

১৩। কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী

১৪। কমিটি

১৫। কর্তৃপক্ষের তহবিল

১৬। বার্ষিক বাজেট বিবরণী

১৭। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৮। ক্ষমতা অর্পণ

১৯। কোম্পানী গঠনের ক্ষমতা

২০। বিধি প্রণয়নের ক্ষমতা

২১। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২২। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

২৩। ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড এর বিলোপ, ইত্যাদি

২৪। রহিতকরণ ও হেফাজত