প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে—
(১) ‘‘একাডেমি’’ অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত 1[পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ];
(২) ‘‘চেয়ারম্যান ’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান;
(৩) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(৪) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(৫) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড;
(৬) ‘‘ভাইস-চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের ভাইস-চেয়ারম্যান;
(৭) ‘‘মহাপরিচালক’’ অর্থ একাডেমির মহাপরিচালক;
(৮) ‘‘সদস্য’’ অর্থ বোর্ডের সদস্য।