প্রতিযোগিতা আইন, ২০১২

( ২০১২ সনের ২৩ নং আইন )

প্রতিযোগিতা আইন প্রণয়নের লক্ষ্যে প্রণীত আইন

যেহেতু দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ উৎসাহিত করিবার, নিশ্চিত ও বজায় রাখিবার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক যোগসাজশ (Collusion) , মনোপলি (Monopoly) ও ওলিগপলি (Oligopoly) অবস্থা, জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ, নিয়ন্ত্রণ বা নির্মূলের লক্ষ্যে আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। প্রয়োগ

৪। আইনের প্রয়োগ হইতে অব্যাহতি

৫। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠা

৬। কমিশনের কার্যালয়

৭। কমিশন গঠন

৮। কমিশনের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলী

৯। চেয়ারপার্সন ও সদস্যের অপসারণ

১০। চেয়ারপার্সন ও সদস্যগণের পদমর্যাদা, পারিশ্রমিক ও সুবিধাদি

১১। কমিশনের সভা

১২। কমিশনের সচিব, কর্মকর্তা ও কর্মচারী, ইত্যাদি

১৩। চেয়ারপার্সন এবং সদস্যদের কার্যভার ত্যাগ করার পর কতিপয় নিয়োগের ক্ষেত্রে বিধি-নিষেধ

১৪। কমিশন এবং সংবিধিবদ্ধ সংস্থার মধ্যে মতামত বিনিময়

১৫। প্রতিযোগিতা বিরোধী চুক্তি

১৬। কর্তৃত্বময় (Dominant) অবস্থানের অপব্যবহার

১৭। তদন্ত পূর্ববর্তী কার্যক্রম

১৮। তদন্ত, ইত্যাদি

১৯। অন্তবর্তীকালীন আদেশ জারীর ক্ষমতা

২০। তদন্ত পরবর্তী কার্যক্রম

২১। জোটবদ্ধতা (Combination) নিষিদ্ধকরণ

২২। বাংলাদেশের বাহিরে সম্পাদিত কাজের তদন্ত কর্মকাণ্ডে প্রযোজ্যতা

২৩। কমিশনের সম্মুখে উপস্থিত হওয়া

২৪। কমিশনের আদেশ লংঘন, ইত্যাদি

২৫। অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

২৬। ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

২৭। দ্বিতীয়বার বিচার নিষিদ্ধ

২৮। কমিশনের পাওনা আদায়

২৯। কমিশনের আদেশ পুনর্বিবেচনা, আপীল ইত্যাদি

৩০। আপীল

৩১। প্রতিযোগিতা তহবিল

৩২। অর্থ ব্যয়ের ক্ষেত্রে কমিশনের স্বাধীনতা

৩৩। বার্ষিক বাজেট বিবরণী

৩৪। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

৩৫। কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

৩৬। তথ্য প্রকাশের ক্ষেত্রে বিধি-নিষেধ

৩৭। নির্দেশনা প্রদানে সরকারের ক্ষমতা

৩৮। ক্ষমতা অর্পণ

৩৯। বার্ষিক প্রতিবেদন

৪০। জনসেবক

৪১। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

৪২। এই আইনের বিধানাবলীর অতিরিক্ততা

৪৩। বিধি প্রণয়নের ক্ষমতা

৪৪। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৪৫। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

৪৬। রহিতকরণ ও হেফাজত

Authentic English Text

Authentic English Text