বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২

( ২০১২ সনের ৩০ নং আইন )

বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত আইন রহিতপূর্বক দেশের

জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধানকল্পে প্রণীত আইন
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮ক-এ রাষ্ট্র কর্তৃক জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী, সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হইয়াছে; এবং
 
 
যেহেতু বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত আইন রহিতপূর্বক দেশের জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 
 
 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড, ইত্যাদি

৪। বৈজ্ঞানিক কমিটি

৫। দায়িত্ব অর্পণ

৬। বন্যপ্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত নিষেধাজ্ঞা

৭। বিপন্ন, বিপদাপন্ন ও মহা-বিপদাপন্ন প্রজাতি নির্ধারণ

৮। বন্যপ্রাণী অপসারণ, ইত্যাদি

৯। বন্যপ্রাণী অবমুক্তকরণ

১০। পারমিট প্রদান

১১। বন্যপ্রাণী ও উদ্ভিদ নিবন্ধিকরণ এবং নিবন্ধন সনদ ইস্যু

১২। হস্তান্তর

১৩। অভয়ারণ্য ঘোষণা

১৪। অভয়ারণ্য সম্পর্কে বাধা নিষেধ

১৫। অভয়ারণ্যে প্রবেশ, ইত্যাদি

১৬। অভয়ারণ্য ব্যবস্থাপনা

১৭। জাতীয় উদ্যান ঘোষণা

১৮। কমিউনিটি কনজারভেশন এলাকা ঘোষণা

১৯। সাফারী পার্ক, ইকোপার্ক, উদ্ভিদ উদ্যান এবং বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘোষণা

২০। ল্যান্ডস্কেপ জোন বা করিডোর, বাফার জোন ও কোর জোন ঘোষণা

২১। সহ-ব্যবস্থাপনা পদ্ধতি

২২। বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা

২৩। জাতীয় ঐতিহ্য, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ এবং কুঞ্জবন ঘোষণা

২৪। লাইসেন্স

২৫। লাইসেন্স বাতিল ও স্থগিতকরণ

২৬। আপীল

২৭। তথ্য সংরক্ষণ

২৮। আমদানি

২৯। রপ্তানি

৩০। বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র

৩১। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট গঠন

৩২। জব্দকরণ

৩৩। প্রবেশ, ইত্যাদির ক্ষমতা

৩৪। কতিপয় অপরাধের দন্ড

৩৫। ধারা ১৪ এর বিধান লংঘনের দন্ড

৩৬। বাঘ ও হাতি হত্যা, ইত্যাদির দন্ড

৩৭। চিতা বাঘ, লাম চিতা, উল্লুক, সাম্বার হরিণ, কুমির, ঘড়িয়াল, তিমি বা ডলফিন হত্যা, ইত্যাদির দন্ড

৩৮। পাখি বা পরিযায়ী পাখি হত্যা, ইত্যাদির দন্ড

৩৯। ধারা ৬, ১০, ১১ ও ১২ এর বিধান লংঘনের দন্ড

৪০। ধারা ২৪ ও ২৭ এর বিধান লংঘনের দন্ড

৪১। অপরাধ সংঘটনের সহায়তা, প্ররোচনা, ইত্যাদির দন্ড

৪২। মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়ের বা বেআইনীভাবে জব্দকরণের দন্ড

৪৩। অপরাধের আমলযোগ্যতা, আমল অযোগ্যতা, জামিনযোগ্যতা, জামিন অযোগ্যতা ও আপোষ যোগ্যতা

৪৪। অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

৪৫। ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

৪৬। কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

৪৭। বাৎসরিক প্রতিবেদন

৪৮। বৈজ্ঞানিক গবেষণা

৪৯। এয়ারগান সম্পর্কে নিষেধাজ্ঞা

৫০। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

৫১। তফসিল সংশোধনের ক্ষমতা

৫২। বিধি প্রণয়নের ক্ষমতা

৫৩। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

৫৪। রহিতকরণ ও হেফাজত

তফসিল

SCHEDULE