জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল
৪। (১) এই আইনের উদ্দ্যেশ্য পূরণকল্পে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যক্তিবর্গকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়নে এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে দিক-নির্দেশনা প্রদানের নিমিত্ত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল নামে একটি কাউন্সিল থাকিবে।
(২) কাউন্সিল নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
(১) প্রধানমন্ত্রী, যিনি ইহার সভাপতিও হইবেন;
(২) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী;
(৩) কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী;
(৪) স্বরাষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী;
(৫) যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী;
(৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী;
(৭) খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী;
(৮) পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী;
(৯) নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী;
(১০) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী;
(১১) মন্ত্রিপরিষদ সচিব, যিনি উহার সদস্য-সচিবও হইবেন;
(১২) সেনা বাহিনী প্রধান;
(১৩) নৌ বাহিনী প্রধান;
(১৪) বিমান বাহিনী প্রধান;
(১৫) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব;
(১৬) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার;
(১৭) অর্থ বিভাগের সচিব;
(১৮) কৃষি মন্ত্রণালয়ের সচিব;
(১৯) স্থানীয় সরকার বিভাগের সচিব;
(২০) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব;
(২১) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব;
(২২) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব;
(২৩) মহাপুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ;
(২৪) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব;
(২৫) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব;
(২৬) সড়ক বিভাগের সচিব;
(২৭) রেলপথ বিভাগের সচিব;
(২৮) পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব;
(২৯) নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব;
(৩০) তথ্য মন্ত্রণালয়ের সচিব;
(৩১) সেতু বিভাগের সচিব;
(৩২) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব;
(৩৩) খাদ্য বিভাগের সচিব;
(৩৪) ভূমি মন্ত্রণালয়ের সচিব;
(৩৫) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব;
(৩৬) মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব;
(৩৭) মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ;
(৩৮) মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব);
(৩৯) মহাপরিচালক, আনসার ও ভিডিপি অধিদপ্তর;
(৪০) মহাপরিচালক, বাংলাদেশ কোস্টগার্ড;
(৪১) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সভাপতি;
(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে কোন মন্ত্রী না থাকিলে, ক্ষেত্রমত, উক্ত মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যদি থাকেন, কাউন্সিলের সদস্য হইবেন।
(৪) কাউন্সিল, প্রয়োজনে, অন্য যে কোন ব্যক্তিকে কাউন্সিলের সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে।
(৫) সরকার প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কাউন্সিলের সদস্য সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে।