মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

( ২০১২ সনের ৪৭ নং আইন )

মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং টার্নওভার কর আরোপের ক্ষেত্র বিস্তৃতকরণ এবং কর আদায় প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত বিধি-বিধান সুসংহতকরণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনীত আইন।

যেহেতু মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং টার্নওভার কর আরোপের ক্ষেত্র বিস্তৃতকরণ এবং কর আদায় প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত বিধি-বিধান সুসংহতকরণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:―

 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি

৫। নিবন্ধন

৬। মূসক নিবন্ধন পদ্ধতি

৭। নিবন্ধিত ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ ও সংরক্ষণ

৮। স্বেচ্ছা মূসক নিবন্ধন

৯। মূসক নিবন্ধন বাতিল

১০। তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি ও তালিকাভুক্তি

১১। তালিকাভুক্তি বাতিল

১২। [***] স্ব-উদ্যোগে নিবন্ধনযোগ্য ও তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে নিবন্ধন বা তালিকাভুক্তিকরণ

১৩। সনদপত্র প্রদর্শনে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির দায়িত্ব

১৪। পরিবর্তিত তথ্য অবহিতকরণে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির দায়িত্ব

১৫। মূসক আরোপ

১৬। মূল্য সংযোজন কর পরিশোধে দায়ী ব্যক্তি

১৭। বাংলাদেশে প্রদত্ত সরবরাহ

১৮। নিবন্ধিত সরবরাহকারী এবং সরবরাহগ্রহীতা

১৯। অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট

২০। আমদানিকৃত সেবার ক্ষেত্রে গ্রহীতার নিকট হইতে (reverse charged) কর আদায়

২১। শূন্যহার বিশিষ্ট সরবরাহ

২২। বাংলাদেশের বাহিরে অবস্থিত ভূমি

২৩। রপ্তানির নিমিত্ত পণ্য সরবরাহ

২৪। শূন্যহার বিশিষ্ট সেবা সরবরাহ

২৫। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর

২৬। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বা অব্যাহতিপ্রাপ্ত আমদানি

২৭। করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি

২৮। করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য নির্ধারণ

২৯। পুনঃআমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ

৩০। রপ্তানির নিমিত্ত আমদানি

৩১। আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়

৩২। করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ

৩২ক। বোর্ড কর্তৃক ব্যাখ্যা প্রদান

৩৩। করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল

৩৪। আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ

৩৫। একই চালানে একাধিক ধরনের পণ্য ও সেবা সরবরাহ

৩৬। চলমান ব্যবসা হিসাবে প্রতিষ্ঠান বিক্রয়

৩৭। অধিকার (rights), ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option) এবং ভাউচার

৩৮। আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহ

৩৯। লটারী, লাকী ড্র, হাউজি, র‌্যাফেল ড্র এবং অনুরূপ উদ্যোগ

৪০। কর্মচারী বা কর্মকর্তাকে নগদ অর্থের পরিবর্তে দ্রব্যের মাধ্যমে প্রদত্ত সুবিধার মূল্য

৪১। কিস্তিতে পণ্য বিক্রয়

৪২। বাতিলকৃত লেনদেন

৪৩। ঋণ পরিশোধে সম্পত্তি বিক্রয়

৪৪। বিক্রয় যন্ত্র

৪৫। সরবরাহের উপর প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি

৪৬। উপকরণ কর রেয়াত

৪৭। আংশিক উপকরণ কর রেয়াত

৪৮। সমন্বয়

৪৯। উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর কর্তন ও বৃদ্ধিকারী সমন্বয়

৫০। উৎসে কর কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়

৫১। কর চালানপত্র

৫২। ক্রেডিট নোট এবং ডেবিট নোট

৫৩। উৎসে কর কর্তন সনদপত্র

৫৪। কর দলিলাদি সংক্রান্ত অন্যান্য বিধান

৫৫। সম্পূরক শুল্ক আরোপ

৫৬। সম্পূরক শুল্ক পরিশোধে দায়ী ব্যক্তি

৫৭। সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য

৫৮। তামাক এবং এ্যালকোহলযুক্ত পণ্যের ক্ষেত্রে বিশেষ পরিকল্প (special scheme)

৫৯। আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়

৬০। সরবরাহের উপর সম্পূরক শুল্ক আদায়

৬১। সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের অনুমিত সরবরাহ

৬২। সম্পূরক শুল্কের নিমিত্ত হ্রাসকারী সমন্বয়

৬৩। টার্নওভার কর আরোপ ও আদায়

৬৪। দাখিলপত্র পেশ

৬৫। বিলম্বে দাখিলপত্র পেশ

৬৬। দাখিলপত্রে সংশোধন

৬৭। পূর্ণ, অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র পেশ

৬৮। ঋণাত্নক নীট অর্থ জের টানা ও ফেরত প্রদান

৬৯। ঋণাত্মক নীট পরিমাণ অর্থ জের টানা ব্যতিরেকে ফেরৎ প্রদান

৭০। ফেরৎ প্রদত্ত অর্থের প্রয়োগ

৭১। কূটনৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কর ফেরত প্রদান

৭২। অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয় বা ফেরত প্রদান

৭৩। কর নির্ধারণ

৭৪। সরবরাহ গ্রহীতার মিথ্যা ঘোষণা

৭৫। সরবরাহকারীর মিথ্যা বর্ণনা

৭৬। কর সুবিধা প্রদান ও রদকরণ (negation)

৭৭। কর নির্ধারণী নোটিশের গ্রহণযোগ্যতা

৭৮। মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ এবং উহার কর্মকর্তা

৭৯। মূসক কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য

৮০। মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে বোর্ডের ক্ষমতা

৮১। ক্ষমতা অর্পণ

৮২। মূসক কর্মকর্তাকে সহায়তা প্রদান

৮৩। মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা

৮৪। পণ্য জব্দকরণ ও উহার নিষ্পত্তি

৮৫। [ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে] জরিমানা আরোপ

৮৬। ন্যায় নির্ণয়ার্থ (adjudication) কার্যধারা গ্রহণে মূসক কর্মকর্তাগণের আর্থিক সীমা

৮৭। সমন প্রেরণ

৮৮। কাস্টমস কর্মকর্তাগণের দায়িত্ব এবং ক্ষমতা

৮৯। গোপনীয়তা

৮৯ক। মূল্য সংযোজন কর আইনের ক্ষেত্রে অন্যান্য আইনের প্রয়োগ

৯০। করদাতার অর্থনৈতিক কার্যক্রম নিরীক্ষা এবং অনুসন্ধান

৯০ক। বার্ষিক নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল

৯১। মূসক কর্মকর্তাগণের ক্ষমতা

৯২। তত্ত্বাবধানাধীন সরবরাহ, পর্যবেক্ষণ ও নজরদারী

৯৩। একাধিক দাপ্তরিক নিরীক্ষা

৯৪। বিশেষ নিরীক্ষা

৯৫। বকেয়া কর আদায়

৯৬। দেওয়ানী কার্যবিধির অধীন মূসক কর্মকর্তার ক্ষমতা

৯৭। বকেয়া কর আদায়ের ক্ষেত্রে অধিক্ষেত্রের পরিবর্তন

৯৮। আদায়কৃত অর্থ বা জামানতের বিলিবন্টন

৯৯। খেলাপি করদাতার স্থাবর সম্পত্তির উপর সরকারের পূর্বস্বত্ব (lien) ও উহার ক্রোক

১০০। পণ্য জব্দকরণ, উহার বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থের বিলিবন্টন

১০১। প্রতিনিধির দায়দায়িত্ব এবং বাধ্যবাধকতা

১০২। রিসিভারের দায়িত্ব

১০৩। কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগের পরিচালক বা উদ্যোক্তার দায়

১০৪। অংশীদারি কারবার বা অনিগমিত সংঘের ধারাবাহিকতা

১০৫। করদাতার মৃত্যু বা দেউলিয়াত্ব ঘোষণা

১০৬। বকেয়া কর কিস্তিতে পরিশোধ

১০৭। রেকর্ডপত্র এবং হিসাব সংরক্ষণ

১০৮। ফরম, নোটিশ এবং দলিলাদির সত্যায়ন

১০৯। নোটিশ জারি

১১০। দলিলপত্রের বৈধতা

১১১। মূসক নিবন্ধন বা টার্নওভার কর সনদপত্র ও কর দলিল সংক্রান্ত অপরাধ ও দণ্ড

১১২। মিথ্যা বা বিভ্রান্তিকর বিবৃতি বা বিবরণ প্রদানের অপরাধ ও দণ্ড

১১৩। প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধ ও দণ্ড

১১৪। অপরাধের তদন্ত, বিচার ও আপীল

১১৫। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা

১১৬। কোম্পানী, ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ কর্তৃক অপরাধ সংঘটন

১১৭। অপরাধে সহায়তাকারী

১১৮। মামলা দায়েরের পূর্বানুমোদন।

১১৯। অপরাধের আপোষরফা

১২০। অর্থদণ্ড প্রদেয় করের অতিরিক্ত

১২১। কমিশনার (আপীল) এর নিকট আপীল

১২২। আপীলাত ট্রাইব্যুনালে আপীল

১২৩। কার্যধারায় সাক্ষ্য প্রমাণের দায়

১২৪। হাইকোর্ট বিভাগে [আপিল]

১২৫। বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি

১২৬। অব্যাহতি

১২৬ক। পুরস্কার ও কর্মদক্ষতা প্রণোদনা প্রদান

১২৭। প্রদেয় করের উপর সুদ আরোপ

১২৭ক। সরকারি পাওনা অবলোপনের ক্ষমতা

১২৭খ। কতিপয় পণ্য বা সেবার ক্ষেত্রে কর পরিশোধের সময় ও পদ্ধতি নির্ধারণ

১২৮। অনলাইনে কার্যসম্পাদন, দাখিলপত্র পেশকরণ এবং কর পরিশোধ, ইত্যাদি

১২৯। আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা

১২৯ক। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

১৩০। মূসক পরামর্শক নিয়োগ

১৩১। করণিক ত্রুটি, ইত্যাদির সংশোধন

১৩২। দলিলপত্রের প্রত্যায়িত অনুলিপি

১৩৩। মূসক ছাড়পত্র প্রদান

১৩৪। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম সম্পাদন

১৩৫। বিধি প্রণয়নের ক্ষমতা

১৩৫ক। মূসক কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিফর্ম এবং ভাতা নির্ধারণ

১৩৬। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

১৩৭। রহিতকরণ ও হেফাজত

১৩৮। ক্রান্তিকালীন কর হিসাব

১৩৯। এই আইন প্রবর্তনের পর আবদ্ধ চুক্তি

তফসিল

তফসিল