টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২

( ২০১২ সনের ৪৮ নং আইন )

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করিবার উদ্দেশ্যে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইন
যেহেতু বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত ঝুঁকি হ্রাস এবং জ্বালানি নিরাপত্তার প্রয়োজনে জীবাশ্ম-জ্বালানির উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস করিয়া নবায়নযোগ্য জ্বালানির প্রসার হওয়া আবশ্যক; এবং
 
 
যেহেতু জ্বালানি সংরক্ষণ ও ইহার দক্ষ ব্যবহারের মাধ্যমে জ্বালানির অপচয় রোধ এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে ভূমিকা রাখা সম্ভব; এবং
 
 
যেহেতু জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করিবার উদ্দেশ্যে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রধান্য

৪। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৫। কর্তৃপক্ষের কার্যালয়

৬। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী

৭। কর্তৃপক্ষের ফি আরোপের ক্ষমতা

৮। ব্যবস্থাপনা

৯। পরিচালনা পর্ষদ গঠন

১০। পরিচালনা পর্ষদের সভা

১১। কমিটি গঠন

১২। পরামর্শক সেবা গ্রহণ

১৩। কর্মচারি নিয়োগ

১৪। জন সেবক হিসাবে গণ্য

১৫। ক্ষমতা অর্পণ

১৬। চুক্তি সম্পাদন

১৭। প্রতিবেদন

১৮। ঋণ গ্রহণের ক্ষমতা

১৯। কর্তৃপক্ষের তহবিল

২০। বাজেট

২১। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২২। নির্দেশনা প্রদানে সরকারের সাধারণ ক্ষমতা

২৩। পরিদর্শনের ক্ষমতা

২৪। সরল বিশ্বাসে কৃত কার্য রক্ষণ

২৫। অসুবিধা দুরীকরণ

২৬। বিধি প্রণয়নের ক্ষমতা

২৭। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৮। জ্বালানি নিরীক্ষণ সেল এর বিলোপ, ইত্যাদি

২৯। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ