প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আদালত অবমাননা আইন, ২০১৩

( ২০১৩ সনের ৪ নং আইন )

অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারকের বিরুদ্ধে অভিযোগ যখন আদালত অবমাননা নয়
৬। কোন ব্যক্তি কোন অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারক সম্পর্কে সরল বিশ্বাসে যদি -
 
 
(ক) অন্য কোন অধস্তন আদালতের নিকট, বা
 
 
(খ) সুপ্রীম কোর্টের নিকট,
 
 
কোন বিবৃতি বা মন্তব্য প্রদান করেন, তাহা হইলে তিনি আদালত অবমাননার দায়ে দোষী হইবেন না।
 
 
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs