ওয়াক্‌ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩

( ২০১৩ সনের ৫ নং আইন )

ওয়াক্‌ফ সম্পত্তির হস্তান্তর ও উন্নয়ন নিয়ন্ত্রণকল্পে বিশেষ বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন
যেহেতু ওয়াক্‌ফ সম্পত্তির হস্তান্তর ও উন্নয়ন নিয়ন্ত্রণকল্পে বিশেষ বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। হস্তান্তর পদ্ধতি

৫। সম্পত্তি হস্তান্তরে সাধারণ সীমাবদ্ধতা

৬। হস্তান্তরলব্ধ অর্থ ব্যবহারে সীমাবদ্ধতা

৭। মোতাওয়াল্লী বা ওয়াক্‌ফ প্রশাসক কর্তৃক হস্তান্তর

৮। হস্তান্তরের উদ্দেশ্যে বিশেষ কমিটি

৯। বিশেষ কমিটির কার্যাবলী ও ক্ষমতা

১০। বিশেষ কমিটির সভা

১১। দানের মাধ্যমে হস্তান্তর

১২। অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়নের জন্য হস্তান্তর

১৩। হস্তান্তরের ক্ষেত্রে দরপত্র আহবানের বাধ্যবাধকতা

১৪। উন্নয়নের জন্য অর্থায়নের পদ্ধতি

১৫। স্বীয় উদ্যোগে ওয়াক্‌ফ সম্পত্তির উন্নয়ন

১৬। ওয়াক্‌ফ প্রশাসকের সার্বিক নিয়ন্ত্রণ

১৭। অপরাধ

১৮। তদন্ত ও বিচার পদ্ধতি

১৯। অপরাধের অ-আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

২০। অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

২১। বার্ষিক প্রতিবেদন

২২। অস্পষ্টতা দূরীকরণ

২৩। বিধি প্রণয়নের ক্ষমতা

২৪। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৫। তফসিল সংশোধনের ক্ষমতা

২৬। আইনের ইংরেজি পাঠ

তফসিল

SCHEDULE