পরিসংখ্যান আইন, ২০১৩

( ২০১৩ সনের ১২ নং আইন )

পরিসংখ্যান সম্পর্কিত কার্যক্রম গতিশীল, সমন্বিত, লক্ষ্যভিত্তিক এবং সংরক্ষণ করার লক্ষ্যে বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু বাংলাদেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত সঠিক ও নির্ভুল পরিসংখ্যান সম্পর্কিত কার্যক্রমকে গতিশীল, সমন্বিত, লক্ষ্যভিত্তিক এবং সংরক্ষণ করার লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্‌দ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। ব্যুরো প্রতিষ্ঠা

৫। ব্যুরোর প্রধান কার্যালয়, ইত্যাদি

৬। ব্যুরোর কার্যাবলী

৭। মহাপরিচালক ও উপ-মহাপরিচালক

৮। মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলী

৯। কমিটি

১০। সরকারি পরিসংখ্যানের বাধ্যতামূলক ব্যবহার

১১। ব্যুরো ব্যতীত অন্যান্য সংস্থা কর্তৃক পরিসংখ্যান প্রস্তুত

১২। ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের তথ্য প্রদানের দায়বদ্ধতা, ইত্যাদি

১৩। প্রবেশ, ইত্যাদির ক্ষমতা

১৪। প্রশিক্ষণ একাডেমী

১৫। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১৬। প্রকাশনা

১৭। অবগতিমূলক কর্মসূচী

১৮। অপরাধ ও শাস্তি

১৯। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

২০। Act V of 1898 এর প্রয়োগ

২১। বাজেট

২২। ক্ষমতা অর্পণ

২৩। জনসেবক

২৪। বার্ষিক প্রতিবেদন

২৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ, ইত্যাদি

২৬। বিধি প্রণয়নের ক্ষমতা

২৭। নীতিমালা প্রণয়নের ক্ষমতা

২৮। রহিতকরণ ও হেফাজত

Authentic English Text

Authentic English Text