বাংলাদেশ রাবার বোর্ড আইন, ২০১৩

( ২০১৩ সনের ১৯ নং আইন )

রাবার চাষ ও রাবার শিল্পের সার্বিক বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে রাবার বোর্ড প্রতিষ্ঠা এবং এতদ্‌সংক্রান্ত বিধান করার উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু রাবার চাষ ও রাবার শিল্পের সার্বিক বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে একটি বোর্ড প্রতিষ্ঠা এবং এতদ্‌সংক্রান্ত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বোর্ড প্রতিষ্ঠা

৪। বোর্ডের কার্যালয়

৫। বোর্ডের পরিচালনা ও প্রশাসন

৬। পরিচালনা পরিষদের গঠন

৭। সদস্য পদের মেয়াদ

৮। বোর্ডের কার্যাবলী

৯। পরিচালনা পরিষদের সভা

১০। কমিটি গঠন ও উহার কার্যপরিধি

১১। বোর্ডের তহবিল

১২। বাজেট

১৩। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

১৪। ঋণ গ্রহণের ক্ষমতা

১৫। বোর্ডের সচিব এবং তাহার দায়িত্ব ও কর্তব্য

১৬। বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী

১৭। বার্ষিক প্রতিবেদন

১৮। তথ্য সংগ্রহ, প্রবেশ ইত্যাদির ক্ষমতা

১৯। ক্ষমতা অর্পণ

২০। বিধি প্রণয়নের ক্ষমতা

২১। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২২। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

২৩। রহিতকরণ ও হেফাজত