প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত বিষয়াবলি 1[তদারকি ও পাঠ্য বিষয় নির্বাচন] এবং এতদ্বিষয়ে ইনস্টিটিউটকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করিবার জন্য ইনস্টিটিউটের একটি একাডেমিক কাউন্সিল থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
2[(ক) সরকারের সহিত পরামর্শক্রমে গভর্নিং বডি কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি ইহার সভাপতিও হইবেন;]
(খ) তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;
(গ) গভর্নিং বডি কর্তৃক মনোনীত কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের ২ (দুই) জন শিক্ষক;
(ঘ) চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক;
(ঙ) বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক;
(চ) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক;
(ছ) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক;
(জ) সরকার কর্তৃক মনোনীত 3[***] গণমাধ্যমের একজন প্রতিনিধি;
(ঝ) গভর্নিং বডি কর্তৃক মনোনীত ইনস্টিটিউটের 4[একজন সিনিয়র প্রশিক্ষক ও একজন প্রশিক্ষক] 5[;]
6[(ঞ) ইনস্টিটিউটের সকল একাডেমিক বিভাগের মুখ্য প্রশিক্ষক;
(ট) গভর্নিং বডি কর্তৃক মনোনীত একজন মুখ্য প্রশিক্ষক, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।]