বাংলা একাডেমি আইন, ২০১৩

( ২০১৩ সনের ৩৩ নং আইন )

Bangla Academy Ordinance, 1978 রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন ও সংহত করিবার উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু Bangla Academy Ordinance, 1978 (Ordinance No. XIX of 1978) রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন ও সংহত করিবার উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। একাডেমি প্রতিষ্ঠা, ইত্যাদি

৪। একাডেমির প্রধান কার্যালয়

৫। একাডেমি গঠন

৬। একাডেমির সভাপতি নিয়োগ, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, ইত্যাদি

৭। ফেলো

৮। জীবনসদস্য ও সদস্য

৯। সদস্যপদ বাতিল

১০। একাডেমির কার্যাবলি

১১। মুখ্য প্রতিষ্ঠান

১২। একাডেমির বিভাগ

১৩। গবেষণা কেন্দ্র বা ইনস্টিটিউট স্থাপন

১৪। মুদ্রণালয়

১৫। কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ, ইত্যাদি

১৬। চেয়ার প্রতিষ্ঠা

১৭। পুরস্কার ও সম্মাননা প্রদান

১৮। বিদেশী লেখক ও গবেষকদের আমন্ত্রণ

১৯। সাধারণ পরিষদ

২০। সাধারণ পরিষদের দায়িত্ব

২১। সাধারণ পরিষদের সভা

২২। তলবি সভা

২৩। নির্বাহী পরিষদ

২৪। নির্বাহী পরিষদের কার্যাবলি

২৫। নির্বাহী পরিষদের সভা

২৬। মহাপরিচালক নিয়োগ, মেয়াদ, ইত্যাদি

২৭। মহাপরিচালকের দায়িত্ব

২৮। মহাপরিচালকের অপসারণ

২৯। একাডেমির তহবিল

৩০। সচিব

৩১। চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ

৩২। কর্মকর্তা, কর্মচারী নিয়োগ, ইত্যাদি

৩৩। চুক্তি সম্পাদন

৩৪। ঋণ গ্রহণের ক্ষমতা

৩৫। ক্ষমতা অর্পণ

৩৬। বার্ষিক বাজেট বিবরণী

৩৭। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

৩৮। প্রতিবেদন

৩৯। তদন্তের ক্ষমতা

৪০। বিধি প্রণয়নের ক্ষমতা

৪১। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৪২। ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ

৪৩। রহিতকরণ ও হেফাজত