প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলা একাডেমি আইন, ২০১৩

( ২০১৩ সনের ৩৩ নং আইন )

একাডেমির বিভাগ
১২। (১) একাডেমির নিম্নবর্ণিত বিভাগ থাকিবে, যথা :-
 
 
(ক) গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ;
 
 
(খ) অনুবাদ, পাঠ্যপুস্তক ও আন্তর্জাতিক সংযোগ;
 
 
(গ) জনসংযোগ, তথ্য প্রযুক্তিও প্রশিক্ষণ;
 
 
(ঘ) বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ;
 
 
(ঙ) সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন;
 
 
(চ) গ্রন্থাগার;
 
 
(ছ) ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা;
 
 
(জ) প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা।
 
 
(২) নির্বাহী পরিষদ, সরকারের পূর্বানুমোদনক্রমে, উপ-ধারা (১) এ উল্লিখিত বিভাগের অতিরিক্ত বিভাগ গঠন এবং পুনর্বিন্যাস করিতে পারিবে।
 
 
(৩) একাডেমির প্রত্যেক বিভাগের দায়িত্ব ও কার্যাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs