প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলা একাডেমি আইন, ২০১৩

( ২০১৩ সনের ৩৩ নং আইন )

নির্বাহী পরিষদের কার্যাবলি
২৪।(১) নির্বাহী পরিষদের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
 
 
(ক) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একাডেমিকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান;
 
 
(খ) একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনে, নীতি নির্ধারণ;
 
 
(গ) সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ;
 
 
(ঘ) বার্ষিক প্রতিবেদন অনুমোদন; এবং
 
 
(ঙ) সরকার বা সাধারণ পরিষদ কর্তৃক প্রদত্ত অন্য কোনো দায়িত্ব পালন।
 
 
(২) নির্বাহী পরিষদ উহার কার্যাবলির জন্য সাধারণ পরিষদের নিকট দায়ী থাকিবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs