জাতীয় সমন্বয় কমিটি
১৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা :-
(ক) মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন;
(খ) স্পীকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য, যাহাদের মধ্যে একজন সরকারদলীয় এবং অন্যজন প্রধান বিরোধীদলীয় হইবেন;
(গ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়;
(ঘ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়;
(ঙ) সচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়;
(চ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়;
(ছ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়;
(জ) সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়;
(ঝ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;
(ঞ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়;
(ট) সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়;
(ঠ) সচিব, শিক্ষা মন্ত্রণালয়;
(ড) সচিব, তথ্য মন্ত্রণালয়;
(ঢ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়;
(ণ) সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়;
(ত) সচিব, অর্থ বিভাগ;
(থ) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ;
(দ) সচিব, স্থানীয় সরকার বিভাগ;
(ধ) মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর;
(ন) প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় কর্মরত বেসরকারি সংস্থা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বা স্ব-সহায়ক সংগঠন হইতে সরকার কর্তৃক মনোনীত ৪ (চার) জন মহিলা এবং ৩ (তিন) জন পুরুষ প্রতিনিধি;
(প) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।